আগামী কয়েক সপ্তাহের মধ্যে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের রেডমি টার্বো সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Redmi Turbo 4 এবং Redmi Turbo 4 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি রেডমি টার্বো 3 পেশ করেছিল। এবার এই ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে Redmi Turbo 4 সিরিজ লঞ্চ করা হবে। এই ফোনটির অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের প্রকাশ্যে আসা লিক ডিটেইলস।
Redmi Turbo 4 এবং Turbo 4 Pro (লিক)
- মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং দুটি রেডমি ফোনের তথ্য শেয়ার করেছে। লিকের মাধ্যমে ফোনটির নাম জানা যায়নি, কিন্তু এটি Redmi Turbo 4 এবং Turbo 4 Pro স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে।
- ওয়েইবো পোস্ট অনুযায়ী Redmi Turbo 4 ফোনটিতে MediaTek Dimensity 8400 এবং Redmi Turbo 4 Pro ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই চিপসেট দুটি লঞ্চ করা হয়নি।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং রেডমি ফোনটিতে 1.5K ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে এবং 6000mAh+ ব্যাটারি দেওয়া হতে পারে।
- ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন আগে লঞ্চ হওয়া ফোনটির মতোই রাখা হয়েছে।
- ফোনটি দারুণ ডিজাইন এবং প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে।
জানিয়ে রাখি আপকামিং Redmi Turbo 4 এবং Turbo 4 Pro ফোনটি চীনে লঞ্চ হতে পারে। এপ্রিল মাসে কোম্পানি Turbo 3 ফোনটি লঞ্চ করেছিল। এটি ভারতীয় বাজারে Poco F6 5G নামে পেশ করা হয়েছিল। এই ধারা বজায় রেখে Turbo 4 ফোনটি Poco F7 হিসেবে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
Redmi Turbo 3 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Redmi Turbo 3 ফোনে 6.67-ইঞ্চির OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 2,400 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: কোম্পানি Redmi Turbo 3 ফোনে পাওয়ারফুল পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে। একইসঙ্গে হিটিং থেকে সুরক্ষার জন্য এতে ভিসি চেম্বার এবং Xiaomi আইস কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 16GB RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি মোট চারটি স্টোরেজ অপশন পেশ করা হয়েছে।
- ক্যামেরা: Redmi Turbo 3 ফোনে রেয়ার ক্যামেরা সেটআপে OIS সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। তবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: ডিভাইসটিতে এআই ফিচার যোগ করা হয়েছে। এছাড়া কানেক্টিভিটি জন্য ডুয়াল সিম, 5জি, ইউএসবি-সি পোর্ট, ওয়াইফাই-7, ব্লুটুথ এবং এনএফসি মতো ফিচার দেওয়া হয়েছে।