চীনের অ্যাপেল হিসেবে পরিচিত শাওমি গত সপ্তাহে জানিয়েছিল তারা তাদের সাব ব্র্যান্ড রেডমির মাধ্যমে একটি অসাধারণ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি 48 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত হবে যা 10 জানুয়ারি লঞ্চ হবে। 91মোবাইলস রেডমির স্মার্টফোনের ফোটো দেখেছে এবং শাওমির সিইও লেই জুন রেডমির পরবর্তী স্মার্টফোনের ফোটো ভিভোতে শেয়ার করেন। এছাড়া ভিভোতে শাওমি রেডমির আলাদা অ্যাকাউন্ট বানায়, যেখানে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে রেডমির নতুন স্মার্টফোনের পুরো ঝলক দেখানো হয়েছে। এর সঙ্গেই ফোনটির মজবুতির নমুনাও দেখানো হয়েছে।
শোনা যাচ্ছে কোম্পানি নতুন ফোনটি রেডমি এক্স নামে লঞ্চ করতে পারে। কিছু দিন আগে সার্টিফিকেশন সাইট টেনাতে এই ফোনটি স্পট করা গেছে। সাইটে ফোনটির কিছু ফোটো ও ফিচার লিস্ট করা হয়েছে। শাওমির সিইও লেই জুন বলেছেন এগুলি ফোনটির আসল ফোটো, কোনো রেন্ডার নয়। ফোটো অনুযায়ী ফোনটির ফ্রন্টে 2.5ডি কার্ভড গ্লাস থাকবে।
10 জানুয়ারি ভারতে লঞ্চ হবে চার ক্যামেরাওয়ালা হুয়াই ওয়াই9 (2019)
ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। ব্যাক প্যানেলেই নিচের দিকে রেডমির ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। এতে ইউএসবি সি পোর্ট ও ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আগের লিক থেকে জানা গেছিল এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেট থাকবে। এতে 6.3 ইঞ্চির ডিসপ্লে ও 3,900 এমএএইচ ব্যাটারী দেওয়া হতে পারে।
বিভিন্ন তথ্য থেকে জানা গেছে রেডমির নতুন স্মার্টফোনটি 20,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত রেডমি সিরিজে এই রেঞ্জে এর আগে কোনো ফোন লঞ্চ হয়নি। শাওমির সমস্ত রেডমি ফোন মিড রেঞ্জে লঞ্চ হয়েছে। কিছু দিন আগের একটি লিক থেকে জানা গেছিল এতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে। তবে ভিভোতে জারি করা ভিডিওতে ফোনে নচ দেখা গেছে। এই নচেই ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।