Jio ইউজারদের জন্য সুখবর! মাত্র 61 টাকার রিচার্জ করে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা

চুপিসারে Reliance Jio ভারতে তাদের নতুন 5G Upgrade data pack পেশ করে দিয়েছে। এই ডেটা প্যাকের দাম রাখা হয়েছে মাত্র 61 টাকা। যারা তাদের প্ল্যান 5G তে আপগ্রেড করতে চান তাদের জন্য এটি একটি অসাধারণ প্ল্যান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ডেটা প্যাক হিসাবে উপস্থিত বর্তমান প্ল্যানগুলি জিও ইউজারদের 5G পরিষেবা ব্যাবহারের সুযোগ দিলেও এই প্ল্যানে অতিরিক্ত 6GB হাই স্পীড 4G ডেটা দেওয়া হচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জিও ইউজারদের জন্য কি কি বেনিফিট নিয়ে এসেছে এই নতুন প্ল্যানটি। আরও পড়ুন: আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি

Reliance Jio 5G Upgrade data pack

Reliance Jio এর নতুন 61 টাকা দামের 5G প্রিপেইড রিচার্জ প্যাকে 6GB হাই স্পীড 4G data পাওয়া যায়। এই প্ল্যানটি কোম্পানির 119 টাকা, 149 টাকা, 179 টাকা এবং 209 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে উপভোগ করা যায়।

61 টাকার আপগ্রেড ডেটা প্যাকের সঙ্গে ইউজারদের Jio 5G সার্ভিস উপভোগের সুযোগের পাশাপাশি আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়। তবে এই আনলিমিটেড 5G ডেটা তখনই পাওয়া যাবে যখন ইউজারদের শহরে জিও ট্রু 5G সার্ভিস লাইভ থাকবে এবং তাদের জিও ওয়েলকাম অফারের ইনভিটেশন পাঠানো হবে। এই প্ল্যানের কোনো নির্দিষ্ট ভ্যালিডিটি নেই, বরং অ্যাক্টিভ প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গেই এই প্ল্যানটিও শেষ হবে। আরও পড়ুন: শীঘ্রই OTT তে মুক্তি পাবে Drishyam 2, তালিকায় আছে আরও 5টি সিনেমা 

কি এই 5G আপগ্রেড?

এমনটা যারা ভাবছেন যে এই প্ল্যানটি রিচার্জ করলে তাদের ফোনে 5G নেটওয়ার্ক আসতে শুরু করবে তাঁরা একেবারেই ভুল ভাবছেন। যদি ইউজারদের কাছে 5G স্মার্টফোন থাকে এবং তাঁরা এমন কোনো শহরে থাকেন যেখানে ইতিমধ্যে 5G পরিষেবা চালু করে দেওয়া হয়েছে শুধুমাত্র তবেই 5G নেটওয়ার্ক পাওয়া যাবে। জানিয়ে রাখি বর্তমানে জিওর 5G সার্ভিস সমস্ত গ্রাহকদের জন্য লাইভ করা হয়নি, কোম্পানির বাছাই করা গ্রাহকরাই এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here