আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি

অটো এক্সপো 2023 এর মঞ্চে দেশের অন্যতম অটো কোম্পানি টাটা নতুন বাজিমাত করতে চলেছে। এই বছর গাড়ি, বাইক এবং স্কুটারের সবচেয়ে বড় মেলায় খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নজর বিশেষভাবে ইলেকট্রিক ভেহিকেলের ওপর রয়েছে। এই কথা মাথায় রেখে TATA এক সঙ্গে দুটি নতুন ব্যাটারি চালিত গাড়ি পেশ করতে চলেছে। অটো এক্সপোয়ের মঞ্চে কোম্পানি Safari EV এবং Harrier EV গাড়িগুলি পেশ করবে এবং কোম্পানির পক্ষ থেকে আগেই একটি টিজারের মাধ্যমে এই কথা জানা গেছে। আরও পড়ুন: শীঘ্রই OTT তে মুক্তি পাবে Drishyam 2, তালিকায় আছে আরও 5টি সিনেমা 

Tata Electric Car

আগেই জানা গেছে Curvv এবং Avinya কনসেপ্টদুটি অটো এক্সপো 2023 এর মঞ্চে প্রথম জনসমক্ষে পেশ করা হবে। Tata Passenger Electric Mobility Limited তাদের অফিসিয়াল টুইটারহ্যান্ডেলের মাধ্যমে ইতিমধ্যে Safari EV এবং Harrier EV দেখিয়েছে যা আগামীকাল অর্থাৎ 11 জানুয়ারি প্রদ্রশ্ন করা হবে।

টুইটারে শেয়ার করা টিযার অনুযায়ী নতুন Safari EV এবং Harrier EV এর পেছনের দিকে বড় মাপের ‘টি’ লেখা থাকবে। জানিয়ে রাখি এটি টাটা মোটরের ইভি ডিভিশন – Tata Passenger Electric Mobility Limited (TPEML) এর নতুন সিগনেচার সাইন। কোম্পানির বর্ন ইলেকট্রিক প্ল্যাটফর্ম ইন্টিরিয়ারে ফোকাস করে ভেতর থেকে ডিজাইন করা হয়েছে। এই দুটি ইভি কনসেপ্টের ইন্টিরিয়ার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আমরা আশা করছি এই গাড়িতে কিছু সুন্দর ফিচার, কানেক্টিভিটি এবং লাউঞ্জের মতো লেআউট দেখা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP Camera এবং 8GB RAM সহ Realme 10 4G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

এছাড়া খবর পাওয়া গেছে টাটা কোম্পানির পক্ষ থেকে অটো এক্সপো 2023 এর মঞ্চে Tata Punch EV और এবং Altroz EV গাড়িগুলিও পেশ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। জানিয়ে রাখি এর আগে মার্কেটে টাটার Nexon Ev, Tigor EV এবং Tiago Ev গাড়িগুলি পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here