এক মাসে 120 লক্ষ গ্রাহকসংখ‍্যা বাড়িয়ে নতুন ইতিহাস তৈরী করল রিলায়েন্স জিও

রিলায়েন্স জিওকে দেশের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা টেলিকম কোম্পানি বলা হত। শুধুমাত্র 4জি সার্ভিস দেওয়া এই কোম্পানি তাদের এই সুনাম বজায় রাখতে সক্ষম হয়েছে। কিছু দিন আগেও রিলায়েন্স জিও ভারতীয় টেলিকম কোম্পানির লিস্টে চতুর্থ স্থানে ছিল। কিন্ত এখন অন‍্যান‍্য কোম্পানিকে পিছিয়ে জিও এখন দ্বিতীয় স্থান দখল করেছে। রিলায়েন্স জিও শুধুমাত্র তাদের টেলিকম সার্ভিসের দৌলতে জনপ্রিয় হয়ে ওঠেনি বরং 4জি ফিচার ফোন জিওফোন জিওকে জেতার রাস্তা দেখিয়েছে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একটি রিপোর্ট পেশ করে সবাইকে চমকে দিয়েছে। জিও একমাসে 120 লক্ষ অর্থাৎ 1 কোটি 20 লক্ষ গ্ৰাহক বাড়িয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। ট্রাই তাদের রিপোর্টে বলেছে রিলায়েন্স জিও আগে চতুর্থ স্থানে ছিল কিন্তু এখন আইডিয়া ও ভোডাফোনকে পিছিয়ে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। এখন ভোডাফোন তৃতীয় ও আইডিয়া চতুর্থ স্থানে আছে। তবে এয়ারটেল এখন‌ও পর্যন্ত ভারতের টেলিকম কোম্পানির রেসে প্রথম স্থানেই আছে।

ট্রাইয়ের এই রিপোর্ট জুলাই মাসের। রিপোর্টে বলা হয়েছে জুনের শেষের দিকে রিলায়েন্স জিওর কাছে 215 মিলিয়ন ইউজার বেস ছিল। অর্থাৎ গোটা দেশে 215 মিলিয়ন লোক রিলায়েন্স জিও ব‍্যবহার করত। জুলাই মাসে রিলায়েন্স জিও আরও 12 মিলিয়ন নতুন গ্ৰাহক বৃদ্ধি করে। জুলাইয়ের শেষ পর্যন্ত এই সংখ্যা 227 মিলিয়ন হয়ে যায়। এবং এই বিপুল সংখ্যক ইউজার সংখ‍্যার সঙ্গে জিও দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানিতে পরিণত হয়।

রিলায়েন্স জিওর কাছে জুলাইতে 227 মিলিয়ন ইউজার ছিল। এক‌ই ভাবে ভোডাফোনের কাছে জুলাইতে 223.3 মিলিয়ন ইউজার ছিল এবং আইডিয়ার ইউজার সংখ্যা ছিল 220.6 মিলিয়ন। এই লিস্টে এয়ারটেলের কাছে সবচেয়ে বেশী ইউজার দেখা গেছে, মোট 345 মিলিয়ন। ট্রাইয়ের লিস্ট অনুযায়ী এয়ারটেল প্রথম, জিও দ্বিতীয়, ভোডাফোন তৃতীয় ও আইডিয়া চতুর্থ স্থানে আছে।

জিওফোনের সেল জিওর এক মাসে 12 মিলিয়ন ইউজার বেড়ে ওঠার মূল কারণ। জুলাইতে কোম্পানি জিওফোনকে নতুন প্ল‍্যান ও অফারের সঙ্গে সেল শুরু করেছিল। কোম্পানির পক্ষ থেকে মাত্র 501 টাকার বিনিময়ে জিওফোন বিক্রি করা হয়েছিল এবং এর ফলেই বড় সংখ‍্যায় জিও নেট‌ওয়ার্কে গ্ৰাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ট্রাইয়ের এই রিপোর্ট জুলাই মাসের। কয়েক দিন আগে আইডিয়া ও ভোডাফোন মিলে এক হয়ে গেছে। এখন নতুন করে গণনা করলে মোট ইউজার বেস 450 মিলিয়নের‌ও বেশি হবে। অর্থাৎ আইডিয়া-ভোডাফোন দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here