আম্বানি নিয়ে এসেছে নতুন ক্রিপ্টোকারেন্সি Reliance Jio Coin, বিনামূল্যে পাবেন জিও ইউজাররা

ভারতের টেলিকম, মোবাইল ও ইন্টারনেট ইন্ডাস্ট্রির পর এবার মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি বাজারেও পা রেখেছে। খবর পাওয়া গেছে জিওর পক্ষ থেকে নতুন ক্রিপ্টোকারেন্সি Reliance Jio Coin পেশ করা হয়েছে এবং জিও ইউজাররার বিনামূল্যে এটি পাবেন। Polygon Labs এর সঙ্গে যৌথ উদ্যোগে এটি পেশ করা হয়েছে এবং JioSphere Web browser এর মাধ্যমে এটি পাওয়া যাবে।

মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে রিলায়েন্স জিওর পক্ষ থেকে জিও কয়েন রোলআউট করে দেওয়া হয়েছে এবং জিওস্ফিয়ার ওয়েব অ্যাপের মাধ্যমে এটি পাওয়া যাবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি reliance jio coin সম্পর্কে ঘোষণা করা হয়নি। তবে পলিগন ল্যাবসের সঙ্গে যুগলবন্দী করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Reliance Jio Coin

রিলায়েন্স জিও কয়েন মূলত রিওয়ার্ড বেসড টোকেন হবে বলে জানা গেছে এবং এটি পলিগন ব্লকচেইনে কাজ করবে। রিপোর্ট অনুযায়ী এটি জিওস্কিয়ার ব্রাউজারের মাধ্যমে আয় করা যাবে। রিলায়েন্স ইকোসিস্টেমের বিভিন্ন সার্ভিসের জন্য এই টোকেন ব্যাবহার করা যাবে। এর ফলে জিও মোবাইল রিচার্জ, রিলায়েন্স স্টোরে শপিং, জিওমার্ট এবং রিলায়েন্স গ্যাস স্টেশনে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে।

রিপোর্ট অনুযায়ী আপাতত সরাসরি জিও কয়েন কেনা যাবে না। তবে যেসব ইউজাররা JioSphere ওয়েব ব্রাউজার ব্যাবহার করেন তাঁরা এতে ইন্টারনেট ব্যাবহার করে ফ্রিতেই কয়েন উপার্জন করতে পারবেন। এখনও পর্যন্ত জিও কয়েনের দাম সম্পর্কে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে বাজারে এই কয়েন 0.5 ডলার অর্থাৎ প্রায় 44 টাকা প্রতিটি কয়েন হিসাবে দাম শুরু হবে।

কিভাবে পাওয়া যাবে রিলায়েন্স জিও কয়েন?

আগেই বলা হয়েছে আপাতত জিওস্ফিয়ার ব্রাউজারে এই কয়েন দেখা গেছে। যেসব ইউজাররা এই কয়েন পেতে চান তাদের নিজেদের ফোনে এই ব্রাউজার ডাউনলোড করতে হবে। JioSphere অ্যাপ ইনস্টল করে রিলায়েন্স জিও নাম্বার ব্যাবহার করে এতে লগইন করতে হবে। আপাতত জিও ইউজাররাই কোম্পানির প্রায়োরিটি থাকছে এবং সবার আগে জিও সিম ইউজাররা এই কয়েন পাওয়ার সুযোগ পাচ্ছেন। রিপোর্ট থেকে জানা গেছে প্রথমদিকে শুধুমাত্র জিওস্ফিয়ার ব্রাউজারে সাধারণ ইন্টারনেট ব্যাবহার করেই ফ্রিতে জিও কয়েন পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হলে বা ঘোষণা করা হবে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সোর্স : indianexpress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here