জেনে নিন Jio এর 351 টাকা এবং 199 টাকার Jio Fiber প্ল‍্যানে 100 MBps স্পীডের সঙ্গে আর কি বেনিফিট আছে

কিছু দিন আগে খবর পাওয়া গেছিল যে Reliance Jio এর সুপার ফাস্ট ব্রডব্যান্ড সার্ভিস Jio Fiber এর রিভিউ অফার বন্ধ করে দিয়েছে এবং কোম্পানি তাদের রিভিউ অফার উপভোক্তাদের পেইড প্ল‍্যানে শিফট করছে। এবার কোম্পানি তাদের Jio Fiber গ্ৰাহকদের জন্য দুটি অসাধারণ প্ল‍্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এক মাসের জন্য 351 টাকা এবং এক সপ্তাহের জন্য 199 টাকা দামের দুটি প্ল‍্যান নিয়ে আসা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই প্ল‍্যানদুটি সম্পর্কে সব কিছু।

আরও পড়ুন : ভারতে 5 ডিসেম্বর লঞ্চ হবে Nokia Smart TV

Jio Fiber 351 টাকার প্ল‍্যান

কোম্পানির পেশ করা নতুন 351 টাকার প্ল‍্যানটি “FTTX Monthly Plan-PV-351” নামে পেশ করা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি এক মাস। কিন্তু জানিয়ে রাখি Jio এর এই প্ল‍্যানটির দাম 351 টাকা হলেও GST দিয়ে এই প্ল‍্যানটি কেনার জন্য 414 টাকার কাছাকাছি দাম দিতে হবে। তবে এই প্ল‍্যানটি শুধুমাত্র স্পেশাল ট‍্যারিফ ভাউচার হিসেবে উপভোগ করা যাবে।

Jio এর প্ল‍্যানে এক মাসের জন্য মোট 50 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে যা 10 এমবিপিএস স্পীডে কাজ করবে। ভ‍্যালিডিটির আগেই যদি 50 জিবি ডেটা শেষ হয়ে যায় তবে Jio Fiber এ 1 এমবিপিএস স্পীডে আনলিমিটেড ইন্টারনেট ডেটা ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানে লোকাল, এসটিডি ও আইএসডি ইন্টারনেট ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এবং এর সঙ্গে ভিডিও কলের সুবিধাও আছে। সবচেয়ে বড় কথা ইউজার চাইলে এই প্ল‍্যানটি একবারে 3 মাস, 6 মাস অথবা 1 বছরের জন্য রিচার্জ করে নিতে পারবেন।

আরও পড়ুন : লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন

Jio Fiber 199 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানটি কোম্পানি “FTTX Weekly Plan-PV-199” নামে লঞ্চ করেছে। নাম থেকেই বোঝা যায় এই প্ল‍্যানটি একটি সাপ্তাহিক প্ল‍্যান অর্থাৎ এর ভ‍্যালিডিটি 7 দিন। জানিয়ে রাখি এই প্ল‍্যানেও 199 টাকার সঙ্গে আলাদাভাবে GST দিতে হয়। কর দিয়ে প্ল‍্যানটির দাম প্রায় 234 টাকার কাছাকাছি হয়ে যায়। মনে রাখার বিষয় হল এই প্ল‍্যানটি একটি টপ আপ ভাউচার এবং এই প্ল‍্যানটি শুধুমাত্র সেইসব Jio Fiber ইউজাররাই করতে পারবেন যারা আগ থেকে কোনো প্ল‍্যান ব‍্যবহার করছেন‌।

কোম্পানির পক্ষ থেকে এই 199 টাকার প্ল‍্যানে মোট 100 জিবি হাই স্পীড ইন্টারনেট ডেটা দেওয়া হবে, যা ভ‍্যালিডিটির আগে শেষ হয়ে গেলে 1 এমবিপিএস স্পীডে ব‍্যবহার করা যাবে। Jio Fiber এর এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে ভিডিও কলের সুবিধাও ফ্রিতে দেওয়া হচ্ছে। কোম্পানির পেশ করা এই দুটি প্ল‍্যানে Jio Fiber এর সঙ্গে হোম নেট‌ওয়ার্কিং ও নেটওয়ার্ক সিকিউরিটির মতো সার্ভিস উপভোগ করা যায়।

আরও পড়ুন : আগামী 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola এর প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper

প্রসঙ্গত জানিয়ে রাখি Reliance Jio HD/4K LED TV এবং 4K Setup Box কোম্পানি Jio Fiber এর সঙ্গে বিনামূল্যে দিচ্ছে। অর্থাৎ Jio Fiber কানেকশন নিলে ইউজারদের টেলিভিশন ও সেট‌আপ বক্স বিনামূল্যে দেওয়া হবে। কোম্পানি এই প্ল‍্যানটি “Jio Forever Annual Plan” নামে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here