ভারতে 5 ডিসেম্বর লঞ্চ হবে Nokia Smart TV

এতদিন স্মার্টফোন ও ফিচার ফোন বানিয়ে গ্ৰাহকদের মন জয় করে রাখা টেক কোম্পানি Nokia তাদের প্রথম স্মার্ট টিভি লঞ্চের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। জানা গেছে Nokia এর স্মার্ট টিভি আগামী 5 ডিসেম্বর লঞ্চ করা হবে। কিছু দিন আগে জানা গেছিল ভারতে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট Nokia স্মার্ট টিভি লঞ্চের পরিকল্পনা করছে।

আরও পড়ুন : আগামী 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola এর প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper

এই টিভি লঞ্চের অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়ে গেছে। প্রসঙ্গত এই নিয়ে দ্বিতীয় বার ফ্লিপকার্ট কোনো কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে স্মার্ট টিভি লঞ্চ করছে। কয়েক মাস আগে ফ্লিপকার্টের মাধ‍্যমেই Motorola ভারতে তাদের স্মার্ট টিভি পেশ করেছিল। 

তবে প্রেস ইনভাইটে টিভির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তাই লঞ্চ হলেই জানা যাবে কোম্পানি কয়টি মডেল পেশ করবে এবং সেগুলির দাম কত হবে।

আরও পড়ুন : শুরু হল Xiaomi Black Friday Sale, Redmi K20, K20 Pro এবং Poco F1 এ পাওয়া যাচ্ছে 4,000 টাকার ছাড়

প্রসঙ্গত এই প্রথম JBL টেলিভিশন প্রোডাক্টের সঙ্গে হাত মিলিয়েছে। Nokia Smart TV তে JBL এর স্পীকার দেওয়া হবে যা Dolby Audio DTS TruSurround সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী Nokia Smart TV সাউন্ডের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে এবং এই টিভিতে ক্লিয়ার ভোকাল টোন এবং মিনিমাল হারমোনিক ডিস্ট্রোশান দেখা যাবে। কোম্পানির এই স্মার্ট টিভি 5.1 সারাউন্ড সাউন্ড সাপোর্ট করবে।

এখনও পর্যন্ত লিক থেকে পাওয়া তথ্য  অনুযায়ী কোম্পানির এই প্রথম স্মার্ট টিভিতে 55 ইঞ্চির স্ক্রিন থাকবে। বলা হচ্ছে এই টিভি 4কে আল্ট্রা এইচডি প‍্যানেলের সঙ্গে তৈরি করা হবে যা অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম। Nokia Smart TV অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে। লিক অনুযায়ী এই টিভিতে ইন্টেলিজেন্ট ডিমিং টেকনোলজি ব‍্যবহার করা হবে এবং Nokia Smart TV তে জেবিএলের সাউন্ড সিস্টেম থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here