জানিয়ে রাখি Reliance Jio এর কাছে মাত্র একটি JioHotstar অ্যাক্সেস সহ প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানের দাম 949 টাকা। তবে এই প্ল্যানটি নতুন নয়, তবে এই প্ল্যানে আগের Disney+ Hotstar এর পরিবর্তে বর্তমানে JioHotstar সুবিধা পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি সম্প্রতি JioStar তাদের JioHotstar প্ল্যাটফর্ম লঞ্চ করেছে।
এটি একটি নতুন মার্জ হওয়া প্ল্যাটফর্ম, এর মাধ্যমে JioCinema Premium এবং Disney+ Hotstar Premium এর কন্টেন্ট এক সঙ্গে উপভোগ করা যাবে। আমরা এই পোস্টের মাধ্যমে ইউজারদের Reliance Jio এর এই একমাত্র JioHotstar বন্ডল্ড প্রিপেইড প্ল্যান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো। একইসঙ্গে JioHotstar প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Reliance Jio এর 949 টাকা দামের প্রিপেইড প্ল্যান
Reliance Jio এর 949 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS সুবিধা উপভোগ করা যায়। যেহেতু এটি প্রতিদিন 2GB ডেটা সহ প্ল্যান, তাই ইউজাররা কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G অ্যাক্সেস পেয়ে যাবেন।
এছাড়া কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই এই প্ল্যানে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা JioCinema Premium এবং Disney+ Hotstar Premium এর কন্টেন্ট এক সঙ্গে উপভোগ করতে পারবেন।
জানিয়ে রাখি 949 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 90 দিনের জন্য JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে এবং শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রেই এই সাবস্ক্রিপশন প্রযোজ্য। JioHotstar এর মোট তিন ধরনে সাবস্ক্রিপশন রয়েছে। উপরোক্ত লিঙ্কে ক্লিক করে এই প্ল্যান ডিটেইলস জেনে নিতে পারবেন।
একইসঙ্গে জানিয়ে রাখি ইউজাররা Jio-Hotstar এ 10টি ভারতীয় ভাষার কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এতে মুভি, শো, অ্যানিমি, ডকিউমেন্টারি, লাইভ স্পোর্টস এবং অন্যান্য প্রোগ্রাম রয়েছে। এছাড়াই এই প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার উপভোগ করা যাবে। জিও হটস্টার Disney, NBCUniversal Peacock, Warner Bros., Discovery HBO, এবং Paramount মতো কোম্পানিগুলির সঙ্গে হাতমিলিয়ে কন্টেন্ট পেশ করেছে।