Reliance Jio নিয়ে এল অসাধারণ অফার, রিচার্জ না করে পাওয়া যাবে হাই স্পীড ডেটা

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের গ্ৰাহকদের সুবিধার জন্য প্রায়ই নতুন নতুন অফার পেশ করে থাকে। তেমনই এবার কোম্পানি তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে ‘এমারজেন্সি ডেটা’ অফার। যেসব গ্ৰাহকরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের নাম্বার চালু রাখার জন্য রিচার্জ করতে বা ডেটা প‍্যাক কিনতে ব‍্যার্থ হচ্ছেন তারা এই অফারে সবচেয়ে বেশি লাভবান হবেন। কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য ডেটা ব‍্যবহারের সর্বোচ্চ লিমিট সেট করেছে 5 জিবি। জানিয়ে রাখি এই ডেটা সম্পূর্ণভাবে ফ্রি নয়, এই ডেটা লোন হিসেবে দেওয়া হচ্ছে। এই নতুন অফারে অনেক জিও ইউজারের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

Jio ইউজাররা 5 বার পাবেন এমারজেন্সি ডেটা

আগেই বলেছি কোম্পানির গ্ৰাহকদের সর্বাধিক 5 জিবি ডেটা দেওয়া হবে, তবে এই 5 জিবি ডেটা একটি প‍্যাকেজে দেওয়া হবে না। এই ডেটা 11 টাকার প‍্যাক হিসেবে 1 জিবি করে পাওয়া যাবে যা পরে পে করতে হবে। একবারে একজন ইউজার সর্বোচ্চ 5 জিবি ডেটা পাবেন অর্থাৎ গ্ৰাহকদের 55 টাকার ডেটা দেওয়া হচ্ছে। তবে এই ডেটা ব‍্যবহারের জন্য কোম্পানির পক্ষ থেকে কিছু শর্ত‌ও দেওয়া হয়েছে। প্রথমত ইউজারের কাছে কোনো অ্যাক্টিভ প্ল্যান থাকা আবশ্যক। সেই প্ল‍্যানটি যখন এক্সপায়ার করবে তখনই কোম্পানির দেওয়া লোনের ডেটাও এক‌ই সঙ্গে এক্সপায়ার করবে।

জিওর এই লোন স্কিমে 1 জিবি ডেটার জন্য 11 টাকা দাম দিতে হবে। যেসব গ্ৰাহকদের হঠাৎ করে কোনো এমারজেন্সি কারণে ডেটার প্রয়োজন হয় অথচ সেই মুহূর্তে রিচার্জ করা সম্ভব নয় তাদের জন্য এই স্কিম যথেষ্ট সুবিধার হবে। এই ধরনের পরিস্থিতিতে লোন ডেটা ব‍্যবহার করে ইউজাররা কাজ চালাতে পারবে।

Jio এর নো ডেটা লিমিট প্ল‍্যান

কয়েক দিন আগে রিলায়েন্স জিও তাদের গ্ৰাহকদের জন্য নো ডেইলি লিমিট ডেটা প্ল‍্যান পেশ করেছে। কোম্পানির এই প্ল‍্যানগুলির দাম 127 টাকা, 247 টাকা, 447 টাকা, 597 টাকা এবং 2,397 টাকা। এই প্ল‍্যানগুলির ভ‍্যালিডিটি যথাক্রমে। 15 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন এবং 365 দিন। এক‌ইভাবে এই প্ল‍্যানগুলি রিচার্জ করলে যথাক্রমে 12 জিবি, 25 জিবি, 50 জিবি, 75 জিবি এবং 365 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও এই সব প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং বিভিন্ন জিও অ্যাপের ফি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল‍্যানগুলিতে পাওয়া ডেটার কোনো দৈনিক লিমিট নেই অর্থাৎ চাইলে এক দিনেই সমস্ত ডেটা ব‍্যবহার করা যায় আবার সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়েও করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here