সবচেয়ে শক্তিশালী প্রসেসর ও ইউনিক ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Nokia 10 PureView

কয়েক দিন আগে নোকিয়ার স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি HMD Global এর আগামী ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে খবর পাওয়া যায়। জানা যায় যে কোম্পানি Nokia 10 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার যে ফোনটিকে Nokia 10 PureView বলে মনে করা হচ্ছে তার অফিসিয়াল লঞ্চের আগেই সেটির লুক ও ডিজাইনের সঙ্গে সঙ্গে প্রসেসর সম্পর্কে জানা গেছে। একটি লিকে এই আগামী ফোনটির ঝলক দেখা গেছে, যেখানে বলা হয়েছে এতে লেটেস্ট ও শক্তিশালী Snapdragon 875 SoC চিপসেট থাকবে।

আরও পড়ুন: Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ

এছাড়া NokiaPowerUser এর রিপোর্ট অনুযায়ী ফোনটির ফ্রেম স্টেইনলেস স্টীল দিয়ে তৈরি হবে। স‍্যাফায়ার গ্লাস ডিসপ্লেযুক্ত এই ফোনে Zeiss অপ্টিক্সের লেন্সসহ মাল্টি ক‍্যামেরা সেট‌আপ থাকবে। মনে করা হচ্ছে এটি Nokia 9.3 PureView এর সাকসেসার হতে পারে। যদিও এখনও পর্যন্ত Nokia 9.3 PureView ফোনটি লঞ্চ করা হয়নি এবং দীর্ঘদিন ধরে টেক জগতে ফোনটির জন্য অপেক্ষা করা হচ্ছে। 

রিপোর্ট থেকে Nokia 10 PureView এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে ফোনটি আগামী বছর লঞ্চ করা হতে পারে। আগামী বছর জুন মাসে ফোনটি পেশ করার সম্ভাবনা আছে। কোম্পানি এই ফোনটির মাধ্যমে স‍্যামসাঙের সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য স্মার্টফোন কোম্পানিগুলিকে টেক্কা দেবে।

আরও পড়ুন: ভারতে আসছে সস্তা Samsung Galaxy M02, জেনে নিন ডিটেইলস

Google Pixel এর মতো হবে Nokia 10

প্রকাশ‍্যে আসা রিপোর্ট অনুযায়ী নোকিয়া গুগলের সঙ্গে পার্টনারশিপের কথা ভাবছে। তাই আশা করা হচ্ছে Nokia 10 ফোনটির ফিচার গুগল পিক্সেলের মতোই হবে। তবে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

লঞ্চ হতে পারে Nokia 6.3 ও Nokia 7.3 5G

শোনা যাচ্ছে এই বছর শেষ হ‌ওয়ার আগেই Nokia 6.3 ও Nokia 7.3 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এক‌ই সঙ্গে নোকিয়া 9.3 ফ্ল‍্যাগশিপ পেশ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here