দীপাবলির উপহার নিয়ে এলেন আম্বানি! মাত্র 2,599 টাকা দামে লঞ্চ হল JioPhone Prima

Highlights

  • এই ফোনে 1,800mAh ব্যাটারি রয়েছে।
  • এই ফিচার ফোনটি 23টি ভাষা সাপোর্ট করে।
  • রিটেইল স্টোর ছাড়া এই ফোনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।

মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও কাই ওএস সহ 4জি ফিচার ফোন JioPhone Prima অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই সস্তা এবং অ্যাডভান্স ফোনটি মাত্র 2,599 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার রয়েছে। নিচে JioPhone Prima সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 16GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল Vivo Y27s, জেনে নিন দাম

JioPhone Prima 4G প্রাইস এবং সেল

কিছু দিন আগে কোম্পানি পক্ষ থেকে এই ফোনটি IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রথম দেখিয়েছিল। এবার মাত্র 2,599 টাকা দামে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল, জিও মার্ট ইলেকট্রনিক্স এবং আমাজনের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।

JioPhone Prima এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের এই কীপ্যাড ফোনের লউক এবং ডিজাইন নিয়ে যথেষ্ট কাজ করেছে। ফোনটির ডিজাইন যথেষ্ট বোল্ড এবং প্রিমিয়াম। এই ফোনে 2.4 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে 1800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ভিডিও কল এবং ফটোগ্রাফির জন্য ফোনটির উভয় দিকে ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটও রয়েছে। এই ফোনের মাধ্যমে জিও টিভি, জিও সিনেমা, জিও সাওয়ানের মতো প্রিমিয়াম ডিজিটাল সার্ভিস উপভোগ করা যাবে। এছাড়া জিও পে ব্যাবহার করে ইউপিআই পেমেন্টও করা যায়।

এই ফোনটি 23টি ভাষা সাপোর্ট করে অর্থাৎ এই ফোনটি 23টি বিভিন্ন ভাষায় ব্যাবহার করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী JioPhone Prima একটি ফোন নয়, বরং একটি স্টাইল। এই ফোনটি সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা কম দামের মধ্যে 4জি অথচ মজবুত কীপ্যাড ফোন ব্যাবহার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উপভোগ করতে পছন্দ করেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here