16GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ হল Vivo Y27s, জেনে নিন দাম

Highlights

  • ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo Y27s।
  • এতে 6.64 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে।
  • এই ফোনটি 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ভিভো তাদের Y-সিরিজের ফোনের সংখ্যা আরও বাড়িয়ে ইন্দোনেশিয়ার বাজারে Vivo Y27s লঞ্চ করেছে। এই ফোনে 6.64 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, extended RAM সহ 16GB পর্যন্ত RAM, 256জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: 16GB RAM এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ চীনে লঞ্চ হল iQOO 12 সিরিজ, জেনে নিন বিস্তারিত

Vivo Y27s এর দাম

  • কোম্পানির পক্ষ থেকে ইন্দোনেশিয়ার মার্কেটে Vivo Y27s ফনিত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • এই ফোনের 8GB RAM + 128GB মেমরি মডেলের দাম রাখা হয়েছে IDR 2,399,000 অর্থাৎ প্রায় 12,800 টাকা।
  • একইভাবে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট IDR 2,799,000 অর্থাৎ প্রায় 14,999 টাকা দামে সেল করা হবে।
  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এই ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে। ইউজাররা এখান থেকেই এই ফোনটি কিনতে পারবেন।

Vivo Y27s এর স্পেসিফিকেশন

  • 6.64 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট
  • 8GB RAM +256GB স্টোরেজ
  • 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ
  • 5000mAh ব্যাটারি
  • 44ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
  • অ্যান্ড্রয়েড 13

ডিসপ্লে: Vivo Y27s ফোনে 6.64 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 650 নিটস পীক ব্রাইটনেস এবং পাঞ্চ হোল কাটআউট ডিজাইনের।

প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 8GB extended RAM ফিচার যোগ করা হয়েছে। ফলে এই ফোনে 16GB RAM এর ক্ষমতা পাওয়া যায়।

ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ v5.0 এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 13 এ কাজ করে।

ওজন এবং ডায়মেনশন: Vivo Y27s ফোনের ডায়মেনশন 164.06 x 76.17 x 8.17 এমএম এবং ওজন 192 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here