50MP Camera সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A05s, দেখে নিন বিশেষত্ব

কিছু দিন আগে থেকে টিজ করার পর অবশেষে গত 18 অক্টোবর কোম্পানি এই ফোনের দাম জানিয়ে দিয়েছে। কোম্পানি তাদের অফিসিয়াল সাইটের মাধ্যমে এই 6GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery সহ ফোনটি ভারতের মার্কেটে পেশ করেছে। এই পোস্টে Samsung Galaxy A05s ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 13 Pro+ 5G, এফসিসি থেকে জানা গেল স্পেসিফিকেশন

Samsung Galaxy A05s এর দাম

ভারতে Samsung Galaxy A05s ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটিতে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। গত 18 অক্টোবর থেকেই এই ফোনটি Light Violet, Light Green এবং Black কালারে সেল করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এই ফোনটি অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

Samsung Galaxy A05s এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফুল এইচডি+ ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 90​ হার্টস রিফ্রেশরেট এবং 16 মিলিয়ন কালার ডেপ্থ সাপোর্ট করে।
  • প্রসেসর: Samsung Galaxy A05s ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কোম্পানি এই ফোনে RAM Plus ফিচার করেছে, যার ফলে এই ফোনে 12GB পর্যন্ত RAM উপভোগ করা যায়। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে Galaxy A05s 4GB RAM ভেরিয়েন্টও পেশ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A05s ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআইতে কাজ করে।

Samsung Galaxy A05s এর ফিচার

  • এই ফোনে Dolby Atmos ফিচার রয়েছে।
  • ফোনটিতে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
  • Galaxy A05s ফোনের থিকনেস মাত্র 8.8 এমএম এবং ওজন 194 গ্রাম।
  • এই ফোনে 2 OS upgrade এবং 4 সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে।
  • এতে Bluetooth v5.1, Wi-Fi 5GHz, Wi-Fi Direct এর মতো ফিচার রয়েছে।
  • সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here