স‍্যামসাঙের সস্তা ফোন গ‍্যালাক্সি এ20 গীকবেঞ্চে হল লিস্টেড, 3 জিবি র‍্যামের সঙ্গে হল লঞ্চ

স‍্যামসাঙের গ‍্যালাক্সি এ সিরিজের আগামী স্মার্টফোন গ‍্যালাক্সি এ30 গতকাল চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড করে দেওয়া হয়েছে, যেখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের কথাও বলা হয়েছে। গত সপ্তাহে এই একই সিরিজের গ‍্যালাক্সি এ40 ও গ‍্যালাক্সি এ50 স্মার্টফোন গীকবেঞ্চে দেখা গেছে। আজ আবার গীকবেঞ্চে গ‍্যালাক্সি এ সিরিজের একটি নতুন ফোন গ‍্যালাক্সি এ20 কে স্পেসিফিকেশনসহ লিস্টেড করা হয়েছে।

জিও বানাচ্ছে দেশি শপিং সাইট, আমাজন-ফ্লিপকার্টের জন্য কড়া টক্কর

গীকবেঞ্চে স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 ফোনটি এস‌এম-এ205এফ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চে এই লিস্টিং আজ অর্থাৎ 22 জানুয়ারি করা হয়েছে। গীকবেঞ্চে গ‍্যালাক্সি এ20 ফোনটিতে 3 জিবি র‍্যাম দেওয়ার কথা বলা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে। লিস্টিং থেকে জানা গেছে ফোনটি স‍্যামসাঙের এক্সনোস 7885 চিপসেটের সঙ্গে বাজারে লঞ্চ করা হবে। প্রসঙ্গত এই এক‌ই চিপসেট গ‍্যালাক্সি এ30 ও গ‍্যালাক্সি এ40 ফোনে দেখা যাবে।

গ‍্যালাক্সি এ20 তে দেওয়া এই চিপসেট গত বছর লঞ্চ করা কোম্পানির হিট স্মার্টফোন গ‍্যালাক্সি এ8 ও গ‍্যালাক্সি এ8 প্লাসে দেওয়া হয়েছিল। এই দুটি ফোন‌ই মিড বাজেট স্মার্টফোন। গ‍্যালাক্সি এ20 লো বাজেট সেগমেন্টে পেশ করা হতে পারে। স্কোরিঙের দিক থেকে গ‍্যালাক্সি এ20 সিঙ্গেল কোরে 1099 স্কোর ও মাল্টি কোরে 3456 স্কোর পেয়েছে। শোনা যাচ্ছে কোম্পানি এবছর এ সিরিজের 9টি স্মার্টফোন লঞ্চ করবে এবং এর মধ্যে তিনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে।

জিও-ভোডাফোনের পর এবার এয়ারটেল‌ও আনল বার্ষিক প্ল‍্যান, জেনে নিন এই প্ল‍্যানের খুটিনাটি

গত 10 দিনে স‍্যামসাঙের গ‍্যালাক্সি এ সিরিজের গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ40 ও গ‍্যালাক্সি এ30 ফোনগুলি এই বেঞ্চমার্কিং সাইটেই লিস্টেড করা হয়েছে। এখনও পর্যন্ত গ‍্যালাক্সি এ সিরিজের গ‍্যালাক্সি এ30, গ‍্যালাক্সি এ40, গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ70 ও গ‍্যালাক্সি এ90 ফোনগুলির নাম জানা গেছে। আজ গ‍্যালাক্সি এ20 এর নাম‌ও এই লিস্টে জুড়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here