জিও-ভোডাফোনের পর এবার এয়ারটেল‌ও আনল বার্ষিক প্ল‍্যান, জেনে নিন এই প্ল‍্যানের খুটিনাটি

ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রির প্রতিটি কোম্পানি বর্তমানে নিজেকে অন‍্যের চেয়ে বেশি লাভদায়ক প্রমাণ করার দৌড়ে ব‍্যস্ত। কোনো কোম্পানি নতুন কোনো প্ল‍্যান পেশ করলে অন‍্যান‍্য কোম্পানিগুলি তার থেকেও বেশি ভালো কোনো প্ল‍্যান পেশ করে দেয়। কিছু দিন আগে ভোডাফোন ও রিলায়েন্স জিও তাদের ইউজারদের জন্য বার্ষিক প্ল‍্যান পেশ করে। এই দুটি কোম্পানির পর এবার এয়ারটেল‌ও তাদের ইউজারদের আকর্ষণ করতে নতুন বার্ষিক প্ল্যান পেশ করেছে।

ভারতে লঞ্চ হল 5 ক‍্যামেরাওয়ালা এলজি ভি40 থিঙ্ক, সেল চলছে আমাজনে

এয়ারটেল 365 দিন ভ‍্যালিডিটির নতুন 1699 টাকা দামের প্ল‍্যান পেশ করেছে। এয়ারটেলের এই 1699 টাকার প্ল‍্যানে এক বছর অর্থাৎ পুরো 365 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই ভয়েস কল লোকাল ও ন‍্যাশনাল উভয় ক্ষেত্রে কার্যকর এবং রোমিঙেও ফ্রি থাকবে। কোম্পানির পক্ষ থেকে এই আনলিমিটেড ভয়েস কলে কোনো এফ‌ইউপি লিমিট‌ও দেওয়া হচ্ছে না।

এর সঙ্গে 1699 টাকার প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। এই প্ল‍্যানে 365 দিন প্রতিদিন অধিকতম 1 জিবি ডেটা ব‍্যবহার করা যাবে। এই ডেটা 4জির সঙ্গে সঙ্গে 3জি ও 2জি নেটওয়ার্কেও ব‍্যবহার করা যাবে।

আবার কমল শাওমি এল‌ইডি টিভির দাম

প্রসঙ্গত জিওর পক্ষ থেকেও 1699 টাকার প্ল্যান পেশ করা হয়েছে। এই প্ল‍্যানে 365 দিন প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। দৈনিক লিমিট শেষ হ‌ওয়ার পরেও 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করা যায়। তবে জিওর ভয়েস কল এক দিনে 100 মিনিট পর্যন্ত ব‍্যবহার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here