সামনে এল Samsung Galaxy A35 5G এর রেন্ডার, জেনে নিন ডিটেইলস

Highlights

  • শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy A35 5G।
  • প্রকাশ্যে এল ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন ডিটেইলস।
  • এতে 6.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

স্যামসাঙ আগামমী কয়েক মাসে তাদের এ সিরিজের ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। বিগত বেশ কিছু দিন ধরে এই সিরিজের ফোন বিভিন্ন সার্টিফিকেশন সাইট এবং লিকের মাধ্যমে সামনে এসেই চলেছে। এবার মাই স্মার্ট প্রাইস এবং অনলিক্স Samsung Galaxy A35 5G ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 9999 টাকা দামে লঞ্চ হল নতুন SAMSUNG স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

Samsung Galaxy A35 5G রেন্ডার ডিজাইন (লিক)

  • ইমেজ স্লাইডে দেখা যাচ্ছে Samsung Galaxy A35 5G ফোনে রাউন্ডেড কর্নার এবং পাতলা বেজল থাকবে।
  • এই ফোনের ডিজাইন 2023 সালে লঞ্চ করা কোম্পানির ফোনগুলির মতোই হতে পারে। এই ফোনেও LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
  • ফোনের ব্যাক প্যানেলে নিচের দিকে স্যামসাঙ লেখা রয়েছে।
  • ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী গ্যালাক্সি এ35 5G ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম এবং পাওয়ার বাটন যোগ করা হবে।
  • এই ফোনের ডায়মেনশন প্রায় 161.6 x 77.9 (ফ্রেম বাম্প সহ 78.5) x 8.2 এমএম হতে পারে।

Samsung Galaxy A35 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A35 5G ফোনে 6.6 ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনটি আগে লঞ্চ করা Galaxy A34 এর মতো Mediatek Dimensity প্রসেসরে কাজ করবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত চিপসেটের নাম জানা যায়নি।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: রেন্ডার অনুযায়ী এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তবে ক্যামেরা লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
  • ব্যাটারি: এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • OS: আশা করা হচ্ছে এই ফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here