যেসব ইউজাররা স্যামসাঙ প্রিমিয়াম 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, আমরা তাদের জন্য এই পোস্টে একটি দারুণ অফার সম্পর্কে জানাচ্ছি। Samsung Galaxy A54 5G স্মার্টফোনটি 13,000 টাকা থেকে বেশি ছাড় সহ পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি গত বছর লঞ্চ হওয়ার পর থেকে অনেকবেশি সেল করা হয়েছে এবং ভালো রেটিংও পেয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Exynos 1380 অক্টাকোর প্রসেসর, 8GB RAM এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সমস্ত অফার, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A54 5G এর অফার এবং দাম
- স্যামসাঙ তাদের Galaxy A54 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এতে 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট মোট 13,010 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে।
- এই ছাড় সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে এবং বর্তমানে ফোনটি মাত্র 25,989 টাকা দামে পাওয়া যাচ্ছে।
- ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 12,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই অফারের পর ফোনটির দাম মাত্র 28,999 টাকা হবে।
- যেসব ইউজাররা ফ্লিপকার্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাবহার করে ফোনটি কিনবেন, তাঁরা অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।
- সবমিলিয়ে এখনও পর্যন্ত ফোনটি সবচেয়ে কম দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনটির বেস মডেল 38,999 টাকা এবং টপ মডেল 40,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
কোথা থেকে কেনা যাবে?
অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Samsung Galaxy A54 5G স্মার্টফোনটি সেল করা হচ্ছে। নিচে ফ্লিপকার্ট লিঙ্ক শেয়ার করা হল। একইসঙ্গে অফলাইন স্টোরের মাধ্যমেও ফোনটি কেনা যাবে। অন্যদিকে কোম্পানির ওয়েবসাইটে ফোনটি আউট অফ স্টক এবং দামও বেশি রয়েছে।
Samsung Galaxy A54 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy A54 5G ফোনটিতে 6.4 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে স্যামসাঙ এক্সনস 1380 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Samsung Galaxy A54 5G ফোনটিতে স্পীডের জন্য 8জিবি পর্যন্ত RAM + 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: Samsung Galaxy A54 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে এলইডি ফ্ল্যাশ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপারচারযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: এই ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: Samsung Galaxy A54 5G ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ানইউআই 5.1 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছিল। তবে এতে ক্রমাগত আপডেট দেওয়া হচ্ছে।