লঞ্চের আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A55 5G, জেনে নিন বিস্তারিত

Samsung তাদের A-সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Galaxy A55 5G লঞ্চের প্রস্ততি করছে। এই ফোনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিড রেঞ্জ ক্যাটাগরিতে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আগে এই ফোনটি Geekbench এবং China’s 3C website এ দেখা গিয়েছিল। এবার এই ফোন Bluetooth SIG এবং TUV Rheinland সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

Samsung Galaxy A55 5G এর Bluetooth SIG এবং TUV Rheinland লিস্টিং

আপকামিং Samsung Galaxy A55 5G ফোনটির মডেল নাম্বার SM-A5560 এবং SM-A556E। ব্লুটুথ এসআইজি লিস্তং অনুযায়ী এই ফোনে ব্লুটুথ 5.3 থাকবে অন্যদিকে রেইনল্যান্ড লিস্টিং থেকে জানা গেছে। এই ফোনের সঙ্গে 9ভি ডিসি অ্যাডাপ্টার পাওয়া যাবে যা 2.77এ আউটপুট দিতে সক্ষম হবে। অর্থাৎ এর আগে 3C লিস্টিং থেকে জানা গিয়েছিল এই ফোনটি 25W চার্জিং সাপোর্ট করবে সেই তথ্যই সত্যি বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy A55 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত লিক এবং রিপোর্ট থেকে পাওয়া Galaxy A55 এর স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।

  • ডিসপ্লে: Galaxy A55 ফোনে 120Hz রিফ্রেশরেট এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.5-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে থাকবে।
  • প্রসেসর: এই ফোনে AMD GPU যুক্ত নতুন ইন হাউস Exynos 1480 প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: লিক অনুযায়ী এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
  • ক্যামেরা: Galaxy A55 ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া হবে। সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: Galaxy A55 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে। 3C সার্টিফিকেশন সাইট থেকেও এই তথ্য জানা গেছে। এছাড়া Galaxy A55 ফোনটি একটি 5জি সাপোর্টেড ফোন হবে।

এর আগে Geekbench সাইটে এই ফোনটি দেখা গিয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল এই ফোনে Exynos 1480 SoC যোগ করা হবে। এছাড়া রেন্ডার থেকে ফোনটির ডিজাইনও সামনে এসেছে। এখন কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Galaxy A55 ফোনের লঞ্চ ডেট ঘোষণা করার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here