দুর্দান্ত ডিসপ্লে, ডুয়েল ক‍্যামেরা এবং অসাধারণ সেলফির সাথে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং এ6 প্লাস

বিগত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে স‍্যামসাং-এর দুটি নতুন মডেল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস লঞ্চ হতে চলেছে। 91 মোবাইলস্ জানিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে। এর সঙ্গে আমরা এইগুলি সম্পর্কে স্পেসিফিকেশন দিতে চলেছি। অপরদিকে আজ স‍্যামসাং এই দুই ফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টে স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস এই দুটি মডেল জুড়ে দিয়েছে। আপাতত শুধুমাত্র ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে লঞ্চ করলেও খুব তাড়াতাড়ি এগুলো ভারতেও লঞ্চ হবে।

কোম্পানি এখনো পর্যন্ত ফোনদুটির দাম না জানালেও পুরো স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে। তবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস মডেলটি স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 মডেলের থেকে একটু বেশি দামি হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 মডেলে আপনি পাবেন 5.6 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজোলিউশন1480×720 পিক্সেল। বিশেষ তথ্য হল এই ফোনে আপনি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 মডেলে আপনি পাবেন 16 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা। বড় ফোটো তোলার জন্য কোম্পানি 1.7 অ্যাপার্চার ফিচার যোগ করেছে। এর ফ্রন্ট ক‍্যামেরাও 16 মেগাপিক্সেল। দুটি ক‍্যামেরাতেই ফ্ল‍্যাশ আছে। ফ্রন্ট ক‍্যামেরাতে আছে ওয়াইড অ্যাঙ্গেল সেলফি তোলার জন্য আছে 1.9 অ্যাপার্চার।

এই ফোনটি স‍্যামসাং-এর একনোস 7870 চিপসেট দিয়ে কাজ করে এবং 1.6 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেয়া আছে। এর সাথে পাবেন 3 জিবি র‍্যাম এবং 32 ইন্টারনাল মেমোরি। এই ফোনে আপনি 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন।

শাওমি ফ‍্যানদের জন্য দুঃসংবাদ। রেডমি নোট 5 প্রো হল আর‌ও 1000 টাকা দামী, এম‌আই এল‌ইডি টিভি 4 (55)-এর দাম‌ও বাড়ল 5000 টাকা

এই ফোনে আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও ভার্সন। ডুয়েল সিম সাপোর্টেড এই ফোনে 4জি ভোলটিই আছে। এছাড়া আছে 3000 এম‌এএইচ ব‍্যাটারী।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাস অনেক বেশি আধুনিক। এতে পাওয়া যাবে 6 ইঞ্চি সুপার এমোলেড স্ক্রিন। কোম্পানি এতে যোগ করেছে 2220×1080 পিক্সেল রেজোলিউশন। আপাতত প্রোটেকশন সংক্রান্ত কোনো খবর নেই। এতেও আছে 18.5;9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাসে ফটোগ্রাফির জন্য আছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক‍্যামেরা। এতে দুটি সেন্সর আছে, একটি 1.7 অ্যাপার্চার অপরটি 1.9 অ্যাপার্চার। সেলফির জন্য আছে 1.9 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 প্লাসে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট এবং 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এই ফোনে 4 জিবি র‍্যাম এবং 32 জিবি ইন্টারনাল মেমোরি পাবেন। এতে আপনি 400 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

এ6-এর মত এই ফোনেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও চলে। কিন্তু এতে আছে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here