স্টাইলের যুদ্ধে এক কদম এগিয়ে স‍্যামসাং, লঞ্চ করবে অনন্য ডিজাইনের Samsung Galaxy A82 5G

প্রায় দুই বছর আগে স‍্যামসাং অ্যাডভান্স ডিজাইনযুক্ত Samsung Galaxy A80 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে রেটেটিং স্লাইডার প‍্যানেল যোগ করা হয়েছিল যার মধ্যে ফোনের রেয়ার ক‍্যামেরা ও সেলফি ক‍্যামেরা হিসেবে একটি সেট‌আপ অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সেলফির কম‍্যান্ড পাওয়া মাত্র ওপরে উঠে ফ্লিপ হয়ে যায়। ফ্ল‍্যাশ লাইটসহ সবকটি ক‍্যামেরা সেন্সর সামনের দিকে ঘুরে যায় ফলে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ই ফ্রন্ট ক‍্যামেরার কাজ করে। Samsung Galaxy A80 এর সফলতার পর এবার কোম্পানি Samsung Galaxy A82 5G নিয়ে আসছে।

আরও পড়ুন: মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল Redmi Note 10, এতে আছে 48MP ক‍্যামেরা, 6GB RAM ও 5000mAh ব‍্যাটারী

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চের মাধ্যমে Samsung Galaxy A82 5G এর কথা জানা গেছে। সাইটে ফোনটি SM-A826S মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গতকাল অর্থাৎ 3 মার্চ এই লিস্টিং করা হয়েছে এবং এখান থেকে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে Samsung Galaxy A82 5G নামের এই ফোনটি Samsung Galaxy A80 এর পরবর্তী প্রজম্ম হিসেবেই মার্কেটে আনা হবে। এই ফোনটি সিঙ্গেল কোরে 755 এবং মাল্টি কোরে 2630 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।

Samsung Galaxy A82 5G

গীকবেঞ্চে এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লিস্টেড করা হয়েছে। বলা হয়েছে এতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে। মনে করিয়ে দিই এটি একটি 5জি চিপসেট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই Samsung Galaxy A82 5G তে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর থাকবে এবং গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হবে।

আরও পড়ুন: আছাড় মারলে এবং পড়ে গেলেও ভাঙবে না Samsung এর আপকামিং Galaxy Xcover 5, লঞ্চের আগে চলে এল গুগলে

Samsung Galaxy A80

Samsung Galaxy A80  ফোনটিতে 6.7 ইঞ্চির বড় ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে যা স্ক্রিনের নিচের অংশে অবস্থিত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট আছে।

ফোটোগ্রাফির জন্য ফোনের রোটেটিং স্লাইডার প‍্যানেলে ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনের তৃতীয় ক‍্যামেরা সেন্সরটি 3ডি ডেপথ সেন্সিং টেকনিকযুক্ত এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরা, 8GB RAM ও 5020mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 10 Pro Max

Samsung Galaxy A80 একটি 4জি ফোন যা সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A80 তে সুপার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,700 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ভারতীয় মার্কেটে এই ফোনটি এখন 30,000 টাকার রেঞ্জে সেল করা হয় এবং এতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here