শাওমি আজ মার্কেটে তাদের রাজত্ব বজায় রাখার জন্য ‘রেডমি নোট 10’ সিরিজ পেশ করেছে। এই সিরিজে Redmi Note 10, Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, 6.67 ইঞ্চির ডিসপ্লে, 5,020 এমএএইচের ব্যাটারীর সঙ্গে এতে 8 জিবি র্যামের ক্ষমতা যোগ করা হয়েছে। এই পোস্টে আমরা Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর ডিটেইলস সম্পর্কে আলোচনা করব। Redmi Note 10 এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: iPhone থেকে ফুলকি বেরিয়েই ধরে যায় আগুন, যেনে নিন পুরো ঘটনা
সুন্দর ডিজাইন
শাওমি তাদের রেডমি নোট 10 সিরিজ পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে যার ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় রেয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। কোম্পানি এর নাম রেখেছে Evol ডিজাইন। ফ্রন্ট প্যানেলে স্ক্রিন বেজল লেস রাখা হয়েছে এবং ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরাসহ পাঞ্চ হোল কাটআউট অবস্থিত। একইভাবে ফোনের ব্যাক প্যানেলে একটি বড় সেন্সর ও তার নিচে তিনটি ছোট সেন্সরসহ আয়তাকার কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এর থিকনেস 8.1 এমএম ও ওজন 192 গ্ৰাম। উভয় স্মার্টফোন কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং ফোনদুটি Vintage Bronze, Glacial Blue ও Dark Night কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোনদুটিতে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনেরই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। 1200 নিটস ব্রাইটনেস ও এইচডিআর 10 সাপোর্টেড এই ডিসপ্লে বেশি ব্যবহার করার সময় যাতে চোখ সুরক্ষিত থাকে তাই এটি TUV Low Blue Light সার্টিফাইড করা হয়েছে।
আরও পড়ুন: Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ
শক্তিশালী প্রসেসিং
Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max ফোনদুটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে মিইউআই 12 যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় স্মার্টফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য দুটি ফোনেই অ্যাড্রিনো 618 জিপিইউ রয়েছে।
ক্যামেরার কামাল
শাওমি তাদের উভয় স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Redmi Note 10 Pro তে 64 মেগাপিক্সেলের Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর রয়েছে এবং অন্যদিকে Redmi Note 10 Pro Max ফোনটি 108 মেগাপিক্সেলের Samsung ISOCELL HM2 সেন্সরসহ সেল করা হবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব
এছাড়া উভয় ফোনের ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
দুর্দান্ত ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max এ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি তাদের এই ফোনদুটির সঙ্গে বক্সের মধ্যেই 33 ওয়াট চার্জার দিচ্ছে।
র্যাম ও স্টোরেজ
ভারতে Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max দুটি ফোনই তিনটি করে ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনদুটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। একইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এর মধ্যে Redmi Note 10 Pro আগামী 17 মার্চ এবং Redmi Note 10 Pro Max ফোনটি 18 মার্চ থেকে সেলকরা হবে।
দাম
Redmi Note 10 Pro
6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা
6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকা
8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 18,999 টাকা
Redmi Note 10 Pro Max
6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 18,999 টাকা
6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকা
8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন