শীঘ্রই স্যামসাঙ ভারতের বাজারে তাদের F-সিরিজের অধীনে নতুন Samsung Galaxy F36 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং স্মার্টফোনের ল্যান্ডিং পেজ লাইভ হয়ে গেছে। এর মাধ্যমে স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং খুব তাড়াতাড়ি এটি ভারতে লঞ্চ হবে বলে কনফার্ম জানা গেছে। এখনও পর্যন্ত আপকামিং স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে এই মাসে ভারতে এটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F36 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy F36 5G এর টিজার
- Samsung এর পক্ষ থেকে Galaxy F36 5G স্মার্টফোনটি ‘The Ultimate Hi-FAI Master’ ট্যাগলাইন সহ টিজ করা হয়েছে। এতে AI ফাচার যোগ করা হবে বলে জানা গেছে।
- Flipkart এর লোডিং পেজে ‘Coming Soon’ লেখা সহ দেখা গেছে। এর ফলে স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
- কোম্পানির পক্ষ থেকে জানা গেছে Samsung Galaxy F36 5G স্মার্টফোনটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
- আগামী দিনে আপকামিং Galaxy F36 5G স্মার্টফোনের আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ইউজাররা স্মার্টফোন জেতার সুযোগ পেয়ে যাবেন।
Samsung Galaxy F36 5G এর স্পেসিফিকেশন এবং ডিজাইন
- ডিজাইন এবং লুক: Flipkart এর মাধ্যমে জারি হওয়া টিজার পোস্টার অনুযায়ী Galaxy F36 5G স্মার্টফোনটিতে ফ্ল্যাট ফার্ম ফ্যাক্টার ডিজাইন দেওয়া হবে। এর ব্যাক প্যানেলে পিল শেপের ক্যামেরা মডিউল থাকতে পারে। একইসঙ্গে স্মার্টফোনটির রেয়ার প্যানেলে লেদার ফিনিশ দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটি ব্লু কালার অপশনে দেখা গেছে এবং লঞ্চের সময় আরও অপশন থাকবে বলে আশা করা হচ্ছে।
- ডিসপ্লে: আপকামিং স্মার্টফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে এতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড বড় ডিসপ্লে থাকতে পারে।
- প্রসেসর: আগের রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy F36 5G স্মার্টফোনটিতে কোম্পানির Exynos 1380 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে ARM Mali-G68 GPU যোগ করা হতে পারে।
- RAM ও স্টোরেজ: স্পীডের জন্য স্মার্টফোনটিতে 6GB RAM, 8GB RAM এবং 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি লেন্স সহ একটি অন্য লেন্স যোগ করা হতে পারে। তবে আগেই জানা গিয়েছিল এই ক্যামেরা সেটআপে 4K সাপোর্ট করবে।
- অপারেটিং সিস্টেম: আপকামিং স্মার্টফোনটি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।










