উথাল-পাতাল হতে চলেছে Electric Car এর দুনিয়া! শীঘ্রই লঞ্চ হবে 12 সেকেন্ডে 300Kmph স্পিড ধরে নেওয়া ই-কার

দেশে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার নিরিখে, দেশের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি দারুণ বৈদ্যুতিক গাড়ি সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন। আনন্দ মাহিন্দ্রা যেই গাড়িটির তথ্য শেয়ার করেছেন সেটা কেবল মাত্র 12 সেকেন্ডে 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলবে। শুধু তাই নয়, এই গাড়িটির মধ্যে আরও এমন কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য আছে যা আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে চলুন এই গাড়িটি সম্পর্কে বিশদভাবে জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: এই বছরেই ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এই সস্তা 5জি ফোনগুলি হয়ে উঠতে পারে ইউজারদের পছন্দের

Battista Electric Car

আপনাদের জানিয়ে রাখি যে আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়া টুইটার Automobili Pininfarina র একটি টুইট রিটুইট করেছেন। মাহিন্দ্রা যেই টুইটটি রিটুইট করেছেন সেই কোম্পানির নাম Battista। গাড়িটি চেহারার দিক থেকে স্পোর্টি লুক দেয়। মিডিয়া রিপোর্টে এই গাড়িটির সম্পর্কে বলা হয়েছে যে, কোম্পানি এর জন্য তহবিল সংগ্রহের বিকল্পগুলির দিকেও দৃষ্টিপাত করছে।

এবার আমরা Battista এর বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলবো। এটি একটি হাইপার ইলেকট্রিক গাড়ি, যেখানে আপনারা 120kWh এর লিথিয়াম-আয়ন ব্যাটারি পাবেন। একই সময়ে, এই গাড়িটি 1900hp পাওয়ার জেনারেট করবে। এছাড়াও এতে 4টি বৈদ্যুতিক মোটর থাকবে, যার সাহায্যে গাড়ির সমস্ত টায়ারে পাওয়ার সাপ্লাই এ সাহায্য হবে। কোম্পানির মতে, এটি মাত্র 2 সেকেন্ডে 0 থেকে 100 kmph গতিতে চলবে। এই গাড়িটির দাম প্রায় 22 লাখ ডলার অর্থাৎ 16.35 কোটি টাকা।

আরও পড়ুন: শীঘ্রই বাজারে আসতে পারে ASUS Zenfone 9, ইতিমধ্যেই সামনে এসেছে ফোনের ডিজাইন

Electric Car Mahindra eKUV100

আপনাদের জানিয়ে রাখি যে কিছু সময় আগে Mahindra & Mahindra র সম্পর্কে একটি খবর প্রকাশিত হয়েছিল , সেখানে বলা হয়েছিল কোম্পানি নতুন বছরে ভারতে বেশ কয়েকটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে, যার মধ্যে Mahindra eKUV100 হবে কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়ি।

Mahindra-এর আসন্ন মাইক্রো SUV Mahindra KUV100 Electric সর্বপ্রথম অটো এক্সপো 2020 তে প্রদর্শিত হয়েছিল এবং তারপর থেকে অনুমান করা হচ্ছে যে এটি ভারতে লঞ্চ হওয়া সবচেয়ে সস্তা বৈদ্যুতিক SUV হবে৷ যদিও এই গাড়িটি লঞ্চ করার বিষয়ে কোম্পানির তরফে এখনও কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: এবার খেলনা হয়ে যাবে এই স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

এছাড়াও, eKUV100 সম্পর্কে এটাও বলা হচ্ছে যে এটি ভারতের সবথেকে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি হতে পারে। Mahindra-এর এই গাড়িতে একটি 15.9 kWh ব্যাটারি প্যাক দেওয়া হবে যা এক চার্জে প্রায় 150 কিলোমিটার রেঞ্জ অফার করবে৷ Mahindra-এর eKUV100 তে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে 55 PS এবং 124 Nm টর্ক থাকবে৷ মাহিন্দ্রার এই ইলেকট্রিক গাড়িটির দাম 9 লক্ষ টাকা থেকে শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here