108MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারিসহ শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy F54 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • এই ফোনটির দাম হতে পারে 26,499 টাকা।
  • এই ফোনটি 22 মে এর কাছাকাছি লঞ্চ হতে পারে।
  • এই ফোনে Samsung Exynos 1380 পাওয়া যাবে।

সম্প্রতি Samsung সম্পর্কে একটি লিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে কোম্পানি তাদের নতুন ‘F’ সিরিজের মোবাইল ফোন Samsung Galaxy F54 5G নিয়ে কাজ করছে, যা শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এবার লিক রিপোর্টে এই ফোনটির আনুমানিক দামও সামনে এসেছে। আজ একটি লিক রিপোর্টে ভারতে এই ফোনের দাম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের ভারতে Galaxy F54 5G স্মার্টফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: মাত্র 499 টাকায় পাবেন আপনার পছন্দের Jio পোস্টপেইড নম্বর, জেনে নিন আবেদন করার পদ্ধতি

Samsung Galaxy F54 5G স্মার্টফোনের দাম

টিপস্টার Debayan Roy Samsung Galaxy F54 5G ফোনটির সম্পর্কে নতুন লিক শেয়ার করেছেন। টিপস্টারের দাবি, ভারতে Samsung শীঘ্রই এই আসন্ন স্মার্টফোনটি হাই-মিড বাজেটে লঞ্চ করবে। এই ফোনের দাম 26 হাজার থেকে 27 হাজার টাকার মধ্যে হবে। আমরা আশা করছি যে ভারতে Galaxy F54 5G স্মার্টফোনের দাম প্রায় 26,499 হবে।

Samsung Galaxy F54 5G ফোনের লঞ্চ ডেট

লিক রিপোর্টে এই ফোনটির কোনও নিশ্চিত লঞ্চ ডেট প্রকাশ করা হয়নি, তবে টিপস্টারের মতে Samsung Galaxy F54 5G ফোনটি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী 22 মে এর আশেপাশে এই ফোনটি লঞ্চ হতে পারে। আরও পড়ুন: এবার থেকে সব মোবাইলে পাওয়া যাবে FM Radio! সরকারের তরফে জারি করা হল নয়া আদেশ

ভারতে Samsung Galaxy F54 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

  • Samsung Exynos 1380
  • Android 13

Samsung Galaxy F54 5G ফোনটি কোম্পানির Xynos 1380 চিপসেটসহ লঞ্চ হবে। এই ফোনটিতে অক্টা-কোর প্রসেসর দেখা যাবে। এই Samsung ফোনটি Android 13 OS-এ লঞ্চ হতে পারে, যার সাথে OneUI দেখা যাবে।

  • AMOLED Panel
  • 6.7″ FHD+ ডিসপ্লে
  • 120Hz রিফ্রেশরেট

Samsung Galaxy F54 5G ফোনটির একটি বড় 6.7-ইঞ্চি স্ক্রিনে লঞ্চ করা যেতে পারে, যা FullHD+ রেজলিউশনে লঞ্চ হবে। লিক অনুযায়ী এই ফোনে একটি AMOLED প্যানেল দেওয়া হবে এবং Galaxy F54 5G ফোনটি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। আরও পড়ুন: জেনে নিন Kaun Banega Crorepati এর 15তম সিজনের জন্য রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ পদ্ধতি

  • 108MP রেয়ার ক্যামেরা
  • 32MP ফ্রন্ট ক্যামেরা

Samsung Galaxy F54 5G ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনের ব্যাক প্যানেল OIS টেকনোলজির সাথে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে, যা 8-মেগাপিক্সেল এবং 2-মেগাপিক্সেল লেন্সের সাথে একত্রে কাজ করবে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32GB মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

  • 6,000mAh ব্যাটারি
  • 25W Fast Charging

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F54 5G স্মার্টফোনে একটি বড় 6,000mAh ব্যাটারি থাকতে পারে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM পাওয়ার সহ 20 হাজারের কম দামে লঞ্চ হবে Lava Agni 2 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here