Exclusive: Samsung কি আবার আনছে Galaxy E সিরিজের স্মার্টফোন? অসাধারণ স্টাইলের সঙ্গে থাকবে শক্তিশালী প্রসেসর

মনে করিয়ে দিই আমরাই প্রথম জানিয়েছিলাম যে স‍্যামসাং SM-E625F মডেল নাম্বারসহ Samsung Galaxy F62 ফোনে কাজ শুরু করে দিয়েছে। কোম্পানির গ্ৰেটার নয়ডার ফ‍্যাক্টরীতে এই ফোনের প্রোডাকশন‌ও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার আমরা এই ফোনের ব‍্যাক প‍্যানেল ও সিম ট্রের ছবি হাতে পেয়েছি, যার ফলে ফোনটির ডিজাইন সম্পর্কে জানা গেছে। সামনে আসা ছবির মধ্যে একটি ছবিতে SM-E62 মডেল নাম্বার লেখা আছে এবং বলা হচ্ছে এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এফ62 এর ছবি। আমাদের সোর্স কনফার্ম করেছে এটি Samsung Galaxy E62 নামে পেশ করা হবে। এমনটা হলে ধরে নেওয়া যায় কোম্পানি আবার তাদের Galaxy E সিরিজ ফিরিয়ে আনছে।

আরও পড়ুন: ভারতে আসছে Jio এর 5G, ঘোষণা করল মুকেশ আম্বানি

ছবি অনুযায়ী Samsung Galaxy F62/E62 এর ব‍্যাক প‍্যানেল গ্লসি ফিনিশ ও স্কোয়ার শেপের ক‍্যামেরা সেট‌আপযুক্ত হবে। এই ক‍্যামেরা মডিউল ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় অবস্থিত হবে। ছবিতে ফোনের ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি, যার থেকে মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হবে। Galaxy F62/E62 এর লাইভ ইমেজ দেখে মনে করা হচ্ছে এই ফোনে দুটি SIM কার্ড সাপোর্ট করবে। মনে করা হচ্ছে ফোনটি polycarbonate বডি দিয়ে তৈরি হবে, যা কোম্পানি ‘glasstic’ নামে পেশ করে।

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Samsung তাদের আগামী Galaxy F62 ফোনটিতে Exynos 9825 চিপসেট যোগ করবে। এর সঙ্গে এতে 6 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে। Samsung Galaxy F62 এর ডিজাইন সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি। আগামী দিনে ফোনটির অন‍্যান‍্য তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: অনেক চমক নিয়ে মার্কেটে এল সস্তা 5G স্মার্টফোন Vivo Y25s, জেনে নিন দাম

মনে করিয়ে দিই স‍্যামসাং কয়েক মাস আগে ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করেছে। ‘গ‍্যালাক্সি এফ’ নামে পেশ করা এই স্মার্টফোন সিরিজ গোটা বিশ্বের মধ্যে সবার আগে ভারতে পেশ করা হয়েছে। এই সিরিজের প্রথম স্মার্টফোন ছিল Samsung Galaxy F41।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here