স‍্যামসাঙের সুন্দর উপহার : গ‍্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনের দাম হল 3,000 টাকা কম

2018 সালের শেষ মাসের সূচনা হয়ে গেছে। প্রতিটি টেক কোম্পানি নতুন বছরের জন্য নতুন টেকনোলজি ও নতুন প্রোডাক্ট তৈরি করে বসে আছে। এর সঙ্গেই প্রতিটি কোম্পানিই চায় তাদের সেল বাড়াতে এবং পুরোনো স্টক শেষ করতে। কিছু দিন আগে টেক কোম্পানি ভিভো তাদের ওয়াই সিরিজের তিনটি স্মার্টফোনের দাম 1,000 টাকা কমিয়ে দেওয়ার পর এবার স‍্যামসাং তাদের প্রাইস কাটের উপহার নিয়ে হাজির হয়েছে। স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি জে সিরিজের হিট স্মার্টফোনের দাম 3,000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে।

11ই ডিসেম্বর ভারতে লঞ্চ হবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামসহ আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2

স‍্যামসাঙের এই প্রাইস কাটের কথা মহেশ টেলিকমের টুইটার হ‍্যান্ডেল থেকে জানা গেছে। এই টুইটে বলা হয়েছে স‍্যামসাং ইন্ডিয়া গ‍্যালাক্সি জে সিরিজের দুটি হিট স্মার্টফোন গ‍্যালাক্সি জে6 প্লাস ও গ‍্যালাক্সি জে8 এর দাম কমিয়েছে। টুইট অনুযায়ী জুন মাসে লঞ্চ করা কোম্পানির গ‍্যালাক্সি জে8 এর দাম 3,000 টাকা কমানো হয়েছে এবং সেপ্টেম্বরে লঞ্চ করা গ‍্যালাক্সি জে6 প্লাসের দাম 1,500 টাকা কমানো হয়েছে।

স‍্যামসাঙের পক্ষ থেকে ভারতে গ‍্যালাক্সি জে8 স্মার্টফোনটি 18,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 3,000 টাকা দাম কমার পর ফোনটি এখন 15,990 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে গ‍্যালাক্সি জে6 প্লাস কোম্পানি 15,990 টাকা দামে লঞ্চ করেছিল, এখন 1,500 টাকা প্রাইস কাটের পর ফোনটির দাম 14,490 টাকা।

এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও গ‍্যালাক্সি এম20 তৈরির কাজ নয়ডা ফ‍্যাক্টরীতে শুরু হল, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

স‍্যামসাঙের এই দুটি স্মার্টফোন‌ই ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে এবং দুটি ফোনেই ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ আছে। প্রসঙ্গত স‍্যামসাং গ‍্যালাক্সি এম নামে একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করায প্রস্তুতি নিচ্ছে। বলা হয়েছে এম সিরিজের লঞ্চের পর গ‍্যালাক্সি জে সিরিজ বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ গ‍্যালাক্সি জে সিরিজে আর কোনো ফোন লঞ্চ করা হবে না।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 এর ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন এবং
স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্লাসের ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here