50MP Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung এর নতুন স্মার্টফোন, ভারতে লঞ্চ হবে Galaxy M44 5G নামে

স্যামসাঙ তাদের হোম মার্কেট কোরিয়াতে একটি নতুন স্মার্টফোন Samsung Galaxy Jump 3 লঞ্চ করেছে। এই ফোনে Qualcomm Snapdragon 888 চিপসেট এবং 50MP Camera যোগ করা হয়েছে। মজার বিষয় হল কোম্পানি কোরিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএলে গ্যালাক্সি এম44 5জি লেখা হয়েছে। অর্থাৎ Samsung Galaxy Jump 3 নামে লঞ্চ করা এই ফোনটি ভারতে Samsung Galaxy M44 5G নামে লঞ্চ করা হবে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: আসতে চলেছে নতুন ভারতীয় স্মার্টফোন Lava Agni 2S! লিক হল ডিটেইলস

Samsung Galaxy Jump 3 এর স্পেসিফিকেশন

  • 6.6″ FHD+ 120Hz Display
  • Qualcomm Snapdragon 888
  • 6GB RAM + 128GB Storage
  • 50MP Rear Camera
  • 13MP Selfie Camera
  • 25W 5,000mAh Battery

ডিসপ্লে: Samsung Galaxy Jump 3 ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি, যা 120 হার্টস রিফ্রেশরেটে কজা করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআইতে কাজ করে। এর সঙ্গে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: কোরিয়ার বাজারে Samsung Galaxy Jump 3 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 6GB RAM এর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Jump 3 ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে 3.5 এমএম অডিও জ্যাক এবং স্পিকার দেওয়া হয়েছে।

Samsung Galaxy Jump 3 এর দান

কোম্পানি তাদের এই নতুন ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করেছে। এই ফোনটির দাম রাখা হয়েছে KRW 4,38,900 অর্থাৎ ভারতীয় টাকার দরে প্রায় 27,700 টাকা। ভারতে Samsung Galaxy Jump 3 ফোনটি Samsung Galaxy M44 নামে লঞ্চ করা হতে পারে এবং এই দুটি ফোনের দাম ও স্পেসিফিকেশন একই রকম হতে পারে। আরও পড়ুন: 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here