আসতে চলেছে নতুন ভারতীয় স্মার্টফোন Lava Agni 2S! লিক হল ডিটেইলস

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা কিছু দিন আগে ভারতের বাজারে মিড রেঞ্জ 5জি ফোন হিসাবে Lava Agni 2 লঞ্চ করেছিল যা 18,999 টাকা দামে সেল করা হচ্ছে। এবার খবর পাওয়া গেছে একম্পানি এই সিরিজের অধীনে একটি নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি Lava Agni 2S নামে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই আপকামিং ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম

Lava Agni 2S

টিপস্টার যোগেশ বরার Lava Agni 2S ফোনটি সম্পর্কে জানিয়েছেন। শেয়ার করা ডিটেইলস অনুযায়ী এই লাভা ফোনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি তবে লিকে মনে করা হচ্ছে Lava Agni 2S ফোনটি অনেকটাই Lava Agni 2 ফোনের মতো হবে, পার্থক্য থাকবে শুধু প্রসেসরের। বর্তমানে এই ফোনটি সম্পর্কে নতুন তথ্য সামনে আসার অপেক্ষা করা হচ্ছে।

Lava Agni 2 5G

  • ₹18,999 Price
  • 6.78″ FHD+ 120Hz Display
  • MediaTek Dimensity 7050
  • 8GB Virtual RAM
  • 50MP Rear Camera
  • 16MP Selfie Camera
  • 4,700mAh battery
  • 66W Fast Charging

দাম: Lava Agni 2 5G ফোনটি মে মাসে 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনটি 18,999 টাকা দামে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। এতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ডিসপ্লে: এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই কার্ভ স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 8GB physical RAM এর সঙ্গে 8GB virtual RAM যোগ করে এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) টেকনোলজিতে কাজ করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এর সাহায্যে ফোনটি মাত্র 16 মিনিটে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here