স্যামসাং ভারতে তাদের নতুন স্মার্টফোন ‘Max Up’ Galaxy M02s লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশে আগামী 7 জানুয়ারি Samsung Galaxy M02s ফোনটি পেশ করা হবে। কিন্তু কোম্পানি সবাইকে অবাক করে আমাদের প্রতিবেশী দেশ নেপালে অফিসিয়ালি এই নতুন ফোনটি লঞ্চ করে দিয়েছে। ভারতের আগে অন্য দেশে লঞ্চ হওয়ার ফলে এখন আমরা জেনে গেছি Samsung Galaxy M02s এ কি ফিচার ও স্পেসিফিকেশন থাকবে।
ডিজাইন ও ডিসপ্লে
কোম্পানি তাদের Samsung Galaxy M02s ফোনটি 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লো বাজেট ক্যাটাগরিতে পেশ করেছে। এই ফোনের ডিসপ্লে 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনের দুই সাইডে হালকা এবং নিচের দিকে চওড়া বেজল আছে। ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউলের মধ্যে ভার্টিক্যাল ভাবে তিনটি ক্যামেরা সেন্সর ও পাশে এলইডি লাইট অবস্থিত।
স্পেসিফিকেশন
এই ফোনে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। Samsung Galaxy M02s ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 SoC তে রান করে এবং এতে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে। তবে ভারতে ফোনটি কোয়ালকম চিপসেটের সঙ্গে পেশ করা হবে কি না, সেবিষয়ে কিছু জানা যায়নি।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02s এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই কাস্টম স্কিনে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। নেপালে Samsung Galaxy M02s ফোনটি ব্লু, ব্ল্যাক ও রেড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
ভারতের Samsung Galaxy M02s ভেরিয়েন্টেও একই স্পেসিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু পরিবর্তনও দেখা যেতে পারে। 7 জানুয়ারি ভারতে লঞ্চের পর এই ফোনটি আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।
দাম
নেপালে Samsung Galaxy M02s ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে NPR 15,999 (প্রায় 10,000 টাকা)। আশ্চর্যজনক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে ফোনটি 10,000 টাকারও কম দামে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে ভারতে Samsung Galaxy M02s ফোনটি 9,999 টাকা দামে সেল করা হবে।