স্যামসাং কিছু দিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিল তারা ভারতের লো বাজেট স্মার্টফোন মার্কেটে Samsung Galaxy M12 লঞ্চ করবে। স্যামসাঙের এই আপকামিং স্মার্টফোন আগামী 11 মার্চ ভারতে লঞ্চ করা হবে। এবার ফোনটি লঞ্চের আগেই শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে এর প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। আমাজন ইন্ডিয়ার লিস্টিং থেকে একদিকে যেমন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে তেমনই আবার নিশ্চিত হওয়া গেছে যে ফোনটি আমাজন ইন্ডিয়ার মাধ্যমেই সেল করা হবে।
আরও পড়ুন: লঞ্চ হল বিশ্বের প্রথম 18GB RAM ও সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, বদলে যাবে মোবাইল গেমিঙের ইতিহাস
আগামী 11 মার্চ দুপুর 12টার সময় Samsung Galaxy M12 এর লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি এই ইভেন্ট আমাজনেও লাইভ দেখা যাবে। আগেই জানা গেছে কোম্পানি এই ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করবে, তাই মনে করা হচ্ছে ফোনটির একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করা হবে এবং এর প্রাথমিক দাম 10 হাজার টাকারও কম হবে।
Samsung Galaxy M12
আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M12 এর এই প্রোডাক্ট পেজে ফোনটির ছবির পাশাপাশি এর স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। এই আগামী লো বাজেট ফোনে 6.5 ইঞ্চির কোম্পানির ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে নামে পরিচিত এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্সের জন্য এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে 8 ন্যানোমিটার টেকনিকে তৈরি স্যামসাঙের এক্সিনস চিপসেট দেওয়া হবে।
আরও পড়ুন: অন্যান্য কোম্পানিকে প্রতিযোগিতায় ফেলবে Motorola, ভারতে লঞ্চ হবে Moto G10 এবং Moto G30
ফোটোগ্রাফির জন্য এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। জানিয়ে রাখি আন্তর্জাতিক মার্কেটে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ও একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ভারতে Samsung Galaxy M12 ফোনটি 15 ওয়াট সুপার ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 6,000 এমএএইচের ব্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে 11 মার্চ লঞ্চ করার পর কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও আমাজন ইন্ডিয়ার সঙ্গে ফোনটি রিটেইল স্টোরেও সেল করা হবে। ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য এখন লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন