Samsung লঞ্চ করলো সস্তা 5G ফোন Galaxy M13, ফোনটির 4G মডেল‌ও হয়েছে লঞ্চ, জেনে নিন স্পেসিফিকেশন এবং প্রাইস

Samsung Galaxy M13 4G এবং Samsung Galaxy M13 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়ে গেছে। Samsung Galaxy M13 সিরিজের 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন ভারতে আগেই রিভিল হয়ে গেছে। আজকে কোম্পানি ভারতে এই ফোনটির সাথে 5জি ভেরিয়েন্টটিকেও অফিশিয়ালি লঞ্চ করে দিয়েছে। Samsung-এর এই স্মার্টফোনটিকে ভারতের অনলাইন শপিং প্ল্যাটফর্ম আমাজন এবং Samsung-এর অফিশিয়াল স্টোর থেকে কেনা যাবে। Samsung Galaxy M13 এবং Galaxy M13 5G দুই স্মার্টফোনের ডিজাইন প্রায় এক‌ই রকম। ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কোটআউট দেওয়া হয়েছে। এরসাথে ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই আর্টিকেলে Samsung-এর এই দুই ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

Samsung Galaxy M13 4G এবং 5G-এর দাম

Samsung Galaxy M13 4G স্মার্টফোনের দামের কথা বলা হলে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটিকে 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে ফোনের 6GB র‍্যাম সহ 128GB স্টোরেজ মডেলটিকে 13,999 টাকা দামে পেশ করা হয়েছে।

Samsung Galaxy M13 5G স্মার্টফোনের 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টেটিকে 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। Samsung-এর এই ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টটিকে 15,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনের সেল আগামী 23 জুলাই থেকে শুরু হবে। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 1000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

Samsung Galaxy M13 4G-এর স্পেসিফিকেশন

  • 6.6-ইঞ্চির Full HD+ ডিসপ্লে
  • Exynos 850 প্রসেসর
  • 4GB র‍্যাম এবং 64GB/128GB স্টোরেজ
  • Android 12 আধারিত One UI Core 4.1
  • 50MP + 5MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা
  • 6,000mAh ব্যাটারি 15W চার্জিং

Samsung Galaxy M13 স্মার্টফোনটিকে 6.6- ইঞ্চির Full-HD+ Infinity-V ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে, এই ফোনের ডিসপ্লে‌তে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ নচ এবং স্লিম বেজলস দেওয়া হয়েছে। Samsung-এর এই ফোনে Exynos 850 প্রসেসর দেওয়া হয়েছে, এর সাথেই ফোনে গ্রাফিক্সের জন্য Mali-G52, 4GB RAM এবং 64GB/128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Samsung-এর এই ফোনে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এরসাথে Samsung-এর এই ফোনটি Android 12-এ ভিত্তি করে One UI Core 4.1-এ স্কিনে রান করে। স‍্যামসাঙের এই ফোনটি 6,000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M13 স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 50MP, এর সাথে 50MP-এর আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP-এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। Samsumg-এর এই ফোনে 8MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।স‍্যামসাঙের এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সাথে কানেক্টিভিটির জন্য 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

Samsung Galaxy M13 5G-এর স্পেসিফিকেশন

  • 6.5-ইঞ্চির Full HD+ ডিসপ্লে
  • MediaTek Dimensity 700 প্রসেসর
  • 6GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ
  • Android 12 আধারিত One UI Core 4.1
  • 50MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 5MP সেলফি ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি, 15W চার্জিং

Samsung Galaxy M13 5G স্মার্টফোনে 4G-এর তুলনায় ছোট 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ফোনটির ডিসপ্লে‌তে সেলফি ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। Samsung-এর এই ফোনে MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিকে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। Samsung-এর এই ফোনটি Android 12 OS আধারিত OneUI 4.0 কাস্টম স্কিনে রান করে।

Samsung-এর লেটেস্ট 5G স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেট‌আপের প্রাইমারি ক্যামেরা 50MP-এর। এরসাথে ফোনে 2MP-এর সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার কথা বলা হলে এই ফোনে 5MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সাথে কানেক্টিভিটির জন্য 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, 3.5mm অডিও জ্যাক USB Type C পোর্ট দেওয়া হয়েছে। Samsumg-এর এই ফোনটি 5000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here