বর্তমানে দেখে শুনে মনে হচ্ছে স্যামসাং ভারতে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এবার ভারতের বাজারে আসতে চলেছে Samsung Galaxy M32 স্মার্টফোন। কয়েক দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হওয়ার পর এবার ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট বিআইএসে সার্টিফাইড হযে গেছে। বিআইএস লিস্টিং থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Samsung Galaxy M32 ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে।
আরও পড়ুন: স্মার্টফোন কিনতে চাইলে সময় নষ্ট করবেন না, বাড়তে পারে এই প্রাইস রেঞ্জের ফোনের দাম
বিআইএসে Samsung Galaxy M32 ফোনটি SM-M325F/DS মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। জানিয়ে রাখি গীকবেঞ্চেও ফোনটি এই একই মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছিল। গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy M32 তে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই দেওয়া হবে। এই সার্টিফিকেশন দেখে বিশেষজ্ঞরা ধরে নিয়েছেন শীঘ্রই ভারতের মার্কেটে পা রাখবে Samsung Galaxy M32।
Samsung Galaxy M32
বিভিন্ন লিক ও রিপোর্টে Samsung Galaxy M32 এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে, এই ফোনটি অনেকটাই Samsung Galaxy A32 এর মতো হবে। এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের পাশাপাশি স্যামসাং ওয়ান ইউআই 3 তে কাজ করবে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়ার কথা লিকে বলা হয়েছে।
আরও পড়ুন: সুখবর: শীঘ্রই ভারতে Google Pay ইউজাররা NFC এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M32 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। হাই কোয়ালিটি সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M32 তে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়ার কথা লিকে বলা হয়েছে। এই স্মার্টফোনে 6,000 এমএএইচের ব্যাটারি যোগ করা হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন