খুব তাড়াতাড়ি ভারতে লন হতে পারে Samsung Galaxy M33 5G। এই ফোনটি স্যামসাঙের Galaxy M32 5G স্মার্টফোনের সাকসেসার হিসেবে পেশ করা হবে। কয়েক দিন আগেই স্যামসাঙের এই আপকামিং ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে SM-M336BU/DS মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে এবং Geekbench এও ফোনটি লিস্টেড হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের গ্ৰেটার নয়ডাতে অবস্থিত ফ্যাক্টরীতে ইতিমধ্যে Samsung Galaxy M33 5G ফোনটির প্রোডাকশন শুরু করে দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এর ফলে ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের মার্কেটে এই ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। এছাড়া কিছু দিনের মধ্যে এই আপকামিং ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত এই আগামী Samsung Galaxy M33 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে Geekbench এর লিস্টিং অনুযায়ী এই ফোনটি Android 12 OS এবং 6GB RAM এর সঙ্গে পেশ করা হতে পারে। এছাড়া এই ফোনটি Exynos 1200 চিপসেটে রান করবে বলে শোনা যাচ্ছে।
তবে এখনই নিশ্চিতভাবে কোনো স্পেসিফিকেশন সঠিক বলে ধরে নেওয়া যায় না। মার্কেটে ফোনটি অন্য কোনো চিপসেটের সঙ্গেও লঞ্চ করা হতে পারে। গীকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 726 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 1,830 পয়েন্ট পেয়েছে।
এর আগে Samsung Galaxy M33 5G ফোনটি সেফটি কোরিয়া সার্টিফিকেশন সাইটেও লিস্টেড করা হয়েছে। সেফটি কোরিয়ার লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কানাঘুষো চলছে যে এতে AMOLED ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 256GB ইন্টারনাল স্টোরেজের মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে। এছাড়াও এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট এবং 25W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন