6GB RAM সহ বেঞ্চমার্ক সাইটে লিস্টেড হল Samsung Galaxy M35 5G স্মার্টফোন, জেনে নিন প্রসেসর ডিটেইলস

Samsung ভারতে সম্প্রতি তাদের Galaxy A35 5G (ফুল ডিটেইল) ফোনটি লঞ্চ করেছে এবং এই ফোনটি 30,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ হওয়ার পর এবার কোম্পানির এম সিরিজের নতুন স্মার্টফোন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি Samsung Galaxy M35 5G নামে ভারতে লঞ্চ করা হতে পারে। চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy M35 5G ফোনটি লিস্টেড হতে দেখা গেছে এবং এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

Samsung Galaxy M35 5G ফোনের গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চে Samsung Galaxy M35 5G ফোনটি SM-M356B মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • এই স্যামসাং স্মার্টফোনটি Android 14 OS সহ লঞ্চ করা হবে বলে লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
  • এখানে মাদারবোর্ড সেকশনে ব্র্যান্ডের নিজস্ব Exynos 1380 চিপসেটের কোডনেম লেখা রয়েছে।
  • Samsung Galaxy M35 5G ফোনটিতে 2.4GHz Cortex-A78 + 2.0GHz Cortex-A55 CPU দেওয়া হবে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে স্যামসাং স্মার্টফোনটিতে গ্রাফিক্সের জন্য Mali-G68 GPU যোগ করা হবে।
  • Samsung Galaxy M35 5G ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোর টেস্টে 656 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 1967 স্কোর পেয়েছে।

Samsung Galaxy A35 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: গ্যালাক্সি এ35 5জি ফোনটি ওয়ান ইউআই এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এক্সিনোস 1380 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: গ্যালাক্সি A35 5জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here