ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Bharti Airtel তাদের রিচার্জ প্ল্যানের দৌলতে দেশের প্রথম টেলিকম কোম্পানি Reliance Jio কে কড়া প্রতিযোগিতা দিয়ে চলেছে। এয়ারটেলের কাছে এমন বহু প্ল্যানে রয়েছে যেগুলি রিচার্জ করে ডেইলি ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। আবার কোম্পানির কিছু প্রিপেইড প্ল্যানে এক বছরের ভ্যালিডিটিও পাওয়া যায়। যেসব ইউজাররা দীর্ঘমেয়াদি আবার খুব কম মেয়াদের প্ল্যান পছন্দ ক্রেন না এই পোস্টটি তাদের জন্য। এই পোস্টে 84 দিন ভ্যালিডিটি সহ কয়েকটি প্ল্যানের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে।
84 দিন ভ্যালিডিটি সহ Airtel-এর রিচার্জ প্ল্যান
রিচার্জ প্ল্যান | বেনিফিট | ভ্যালিডিটি |
455 টাকা | মোট 6জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস | 84 দিন |
719 টাকা | ডেইলি 1.5জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস | 84 দিন |
839 টাকা | ডেইলি 2জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস | 84 দিন |
999 টাকা | ডেইলি 2.5জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস | 84 দিন |
- এয়ারটেলের 455 টাকা দামের রিচার্জ প্ল্যান: যারা ডেটার থেকে বেশি ভয়েস কল ব্যাবহার ক্রেন এই প্ল্যানটি তাদের জন্য। এই প্ল্যানে 84 দিনের জন্য মোট 6GB ডেটা পাওয়া যায়। তবে এর মাধ্যমে গোটা দেশের যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এই প্ল্যানে ডেইলি 100 ফ্রি এসএমএস দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যায়।
- এয়ারটেলের 719 টাকা দামের রিচার্জ প্ল্যান: এয়ারটেলের এই 719 টাকা দামের প্ল্যানে ডেইলি 1.5GB ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, ডেইলি 100 SMS এবং কমপ্লিমেন্টারি Xstream Mobile ও RewardsMini সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
- এয়ারটেলের 839 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে ডেইলি 2GB ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যানে ভয়েস কল, ডেইলি 100 SMS এবং কমপ্লিমেন্টারি Xstream Mobile ও RewardsMini সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে 3 মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
- এয়ারটেলের 999 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে ডেইলি 2.5GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে ভয়েস কল, ডেইলি 100 SMS এবং কমপ্লিমেন্টারি Xstream Mobile ও RewardsMini সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে আমাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যায়।