আগামী মাসে লঞ্চ হতে পারে Samsung Galaxy M40, দাম 25,000 টাকার কাছাকাছি

স‍্যামসাং বছরের শুরুতেই ভারতে নতুন সূচনা করে গ‍্যালাক্সি এম সিরিজ লঞ্চ করেছিল। এই নতুন সিরিজের হাত ধরে কোম্পানি ওয়াটারড্রপ নচের সূচনাও করে। গ‍্যালাক্সি এম সিরিজে এখনও পর্যন্ত Samsung Galaxy M10, Samsung Galaxy M20 ও Samsung Galaxy M30 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই সিরিজে Samsung Galaxy M40 স্মার্টফোন লঞ্চ করবে। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি আগামী জুন মাসেই লঞ্চ করা হতে পারে এবং এতে ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হতে পারে।

Google Pixel 3 XL এ পাওয়া যাচ্ছে 28,000 টাকার ছাড়, জেনে নিন কিভাবে পাবেন

Samsung Galaxy M40 সম্পর্কে এই তথ্য স‍্যামমোবাইল জানিয়েছে। এই ওয়েবসাইটে একটি রিপোর্টে বলা হয়েছে কোম্পানি জুনের প্রথম দিকে Samsung Galaxy M40 লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি এম সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মতো গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভারতে লঞ্চ করা হবে। সবচেয়ে বড়ো কথা এই ফোনে ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হবে। প্রসঙ্গত এই ডিসপ্লে এতদিন কোম্পানির হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ডিভাইস Galaxy S10 সিরিজে দেখা গেছিল।

স্পেসিফিকেশন
Samsung Galaxy M40 কিছু দিন আগে চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। গীকবেঞ্চে ফোনটির স্পেসিফিকেশনসহ ফোনটি SM-M405F মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। Samsung Galaxy M40 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। লিক থেকে জানা গেছে এতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

গেমিং লাভারদের জন্য চলে এলো Black Shark 2, জেনে নিন ফোনটির দাম ও ফিচার

গীকবেঞ্চে বলা হয়েছে Samsung Galaxy M40 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে প্রসেসিঙের জন্য কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 6150 প্রসেসর থাকবে। এটি স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটের কোডনেম। লিকে বলা হয়েছে Samsung Galaxy M40 তে বড়ো ও শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হতে পারে। এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকতে পারে।

লিক অনুযায়ী Samsung Galaxy M40 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই ফোনের সেলফি ক‍্যামেরা ডিসপ্লের পাঞ্চ হোলে দেওয়া হবে। এই ধরনের সেলফি ক‍্যামেরা সেট‌আপ গ‍্যালাক্সি এস10 সিরিজের স্মার্টফোনূ দেখা গেছে। প্রসঙ্গত Samsung Galaxy M40 কোম্পানির প্রথম মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে যা ইনফিনিটি ও ডিসপ্লেযুক্ত। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M40 25,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here