গেমিং লাভারদের জন্য চলে এলো Black Shark 2, জেনে নিন ফোনটির দাম ও ফিচার

মোবাইল গেম প্রেমীদের জন্য আজ শাওমির Black Shark 2 লঞ্চ করা হয়েছে। শাওমির এই বিশেষ ফোনটি গেম ছাড়া এর ক‍্যামেরা সেগমেন্টের জন‍্য‌ও সুপরিচিত। এই ফোনটি চীনে গত মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল।

দাম কমলো Samsung Galaxy A50 এর, জেনে নিন নতুন দাম

ভারতে মোবাইল গেমের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে শাওমি ভারতে Black Shark 2 লঞ্চ করেছে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর ও 12 জিবি র‍্যাম আছে। এতে গেমিঙের জন্য কিছু বিশেষ টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এই ফোনে টাচ মাল্টিপ্লেয়ার লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি অনেকক্ষণ ধরে ব‍্যবহার করলেও ফোনটি গরম হবে না।

দাম ও সেল
ভারতে Black Shark 2 এর প্রাথমিক দাম (6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট) 39,999 টাকা। ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা। এই ফোনটি শ‍্যাডো ব্ল‍্যাক ও ফ্রোজেন সিলভার কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ASUS আনতে চলেছে ডুয়েল স্লাইডার প‍্যানেল‌ওয়ালা ফোন, পিছিয়ে পড়বে Samsung Galaxy A80

স্পেসিফিকেশন
Black Shark 2 ফোনটি মেটালিক বডিতে তৈরি করা হয়েছে। এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ট্রু ভিউ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Black Shark 2 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। রেয়ার ক‍্যামেরায় 2x অপ্টিক‍্যাল জুম দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এতে 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11এসি, ব্লুটুথ 5.0 এর মতো ফিচার দেওয়া হয়েছে। Black Shark 2 ফোনটি মাত্র 8.77 এম‌এম চ‌ওড়া। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here