দীর্ঘদিন ধরেই Samsung Galaxy M42 ফোনটি সমালোচিত হয়ে আসছে। আগে মনে করা হচ্ছিল এই ফোনটি গত বছর অর্থাৎ 2020 এর নভেম্বর মাসে লঞ্চ করা হবে। তখন অনেক লিক প্রকাশিত হলেও ফোনটি লঞ্চ হয়নি। এবার ফোনটি ওয়াইফাই অ্যালায়েন্সে লিস্টেড হয়েছে। মনে করা হচ্ছে ফোনটি এবার সত্যি সত্যি লঞ্চ করা হবে। ফোনটি SM-M426B/DS মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। সাধারণত স্যামসাং এই ‘DS’ কথাটি ডুয়েল সিমের জন্য ব্যবহার করে। সবচেয়ে বড় কথা এবার Samsung Galaxy M42 5G নামের উল্লেখ করা হয়েছে। আশা করা হচ্ছে এটি কোম্পানির ‘গ্যালাক্সি এম’ সিরিজের প্রথম 5জি স্মার্টফোন হবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12, দাম মাত্র 10,999 টাকা
ওয়াইফাই অ্যালায়েন্সের লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M42 5G তে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এ কাজ করবে। নতুন অপারেটিং সিস্টেম দেখার পর ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। এর আগে Samsung Galaxy M42 5G ফোনটি ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এই লিস্টিং আজকের ওয়াইফাই অ্যালায়েন্সের লিস্টিং মতোই। মনে করা হচ্ছে কোম্পানি এই ফোনটি রিব্র্যান্ডিং করে গ্যালাক্সি এম52 নামে ভারতে লঞ্চ করবে।
Samsung Galaxy M42 এর স্পেসিফিকেশন
জানিয়ে রাখি গত বছর সেপ্টেম্বর মাসে কোম্পানি তাদের Galaxy A42 নামে লঞ্চ করেছিল। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750জি চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Reliance Jio এর 1 মাস ভ্যালিডিটির 10টি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান
এই ফোনে 6.6 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হয়েছে।
আশা করা হচ্ছে Samsung Galaxy M42 ফোনটিও একই স্পেসিফিকেশনের সঙ্গে পেশ করা হবে। তবে এতে 48 মেগাপিক্সেলের বদলে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। তবে 2020 তে লঞ্চ করা বেশিরভাগ ‘গ্যালাক্সি এম’ সিরিজের ফোনেই 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন