Reliance Jio এর 1 মাস ভ‍্যালিডিটির 10টি আকর্ষণীয় প্রিপেইড প্ল‍্যান

আজকের দিনে দাঁড়িয়ে ভারতে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হ‌ওয়া এবং অন‍্যতম সফল টেলিকম কোম্পানিগুলির লিস্টে রিলায়েন্স জিওর নাম সবার আগে আসে। কোম্পানির কাছে প্রায় 35% মার্কেট শেয়ার রয়েছে যা তারা গ্ৰাহকদের মন জয় করার মাধ্যমে অর্জন করতে পেরেছে। কোম্পানি একদিকে যেমন নতুন গ্ৰাহক আকর্ষণ করার জন্য নতুন নতুন প্ল‍্যান পেশ করে তেমনই আবার পুরোনো গ্ৰাহকদের খুশি রাখার জন্য পুরোনো প্ল‍্যানে মাঝে মধ্যে পরিবর্তন করতে থাকে। আজ এই পোস্টে আমরা কোম্পানির এক মাস ও তার কম ভ‍্যালিডিটির সবকটি প্রিপেইড প্ল‍্যানের ডিটেইলস নিয়ে কথা বলব।

আরও পড়ুন: 64MP ক‍্যামেরা ও 8GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Huawei এর 5G ফোন Mate 40E

রিলায়েন্স জিওর কাছে বিভিন্ন সেগমেন্টে প্রচুর রিচার্জের অপশন রয়েছে। যেমন পপুলার প্ল‍্যানস, ওয়ার্ক ফ্রম হোম ডেটা প‍্যাকস, 4জি ডেটা ভাউচার, ডিজনী+ হটস্টার ভিআইপি, আইএসডি, ইন্টারন‍্যাশানাল রোমিং, ইন ফ্লাইট প‍্যাকস, টপ আপ ও আদার্স। এতগুলি সেগমেন্টের মধ্যে কম বেশি প্রতি ক্ষেত্রেই এক মাস ভ‍্যালিডিটির কিছু প্ল‍্যান রয়েছে। এগুলির দাম যথাক্রমে 249 টাকা, 199 টাকা, 149 টাকা, 401 টাকা, 349 টাকা, 251 টাকা, 201 টাকা, 151 টাকা, 501 টাকা এবং 129 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সবকটি প্ল‍্যান সম্পর্কে।

249 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

কোম্পানি এই প্ল‍্যানটি পপুলার প্ল‍্যানে লিস্টেড করা হয়েছে এবং এই প্ল‍্যানের সঙ্গে ‘Super Value’ ট‍্যাগ ব‍্যবহার করা হয়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন এবং প্রতিদিন এই প্ল‍্যানে 2 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে 56 জিবি ডেটা উপভোগ করা যায়। এর সঙ্গে এই প্ল‍্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া জিও অ্যাপসের ফি সাবস্ক্রিপশন তো আছেই।

আরও পড়ুন: ভারতে আসছে POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব‍্যাটারী

199 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। আগের প্ল‍্যানটির মতোই এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস এবং জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সঙ্গে প্রতিদিন 1.5 জিবি করে অর্থাৎ মোট 42 জিবি ডেটা উপভোগ করা যায়।

149 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

যেসব গ্ৰাহকদের খুব বেশি ডেটার প্রয়োজন হয় না তাদের জন্য এই প্ল‍্যানটি কাজের। এই প্ল‍্যানে 24 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এর সঙ্গে প্রতিদিন 1 জিবি করে অর্থাৎ 24 দিনে মোট 24 জিবি ডেটা উপভোগ করা যায়। এছাড়া জিও অ্যাপসের সাবক্রিপশন আছেই।

আরও পড়ুন: Xiaomi নিয়ে এল নতুন ডিভাইস, লঞ্চ করল শক্তিশালী Mi 10S 5G স্মার্টফোন

401 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

কোম্পানির এই 401 টাকা দামের প্ল‍্যানের অন‍্যতম এবং প্রধান বৈশিষ্ট্য Disney+ Hotstar VIP এর ফ্রি সাবস্ক্রিপশন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে কোনো অতিরিক্ত খরচা ছাড়াই 399 টাকা দামের Disney+ Hotstar VIP এর মেম্বারশিপ উপভোগ করা যাবে। 28 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস, জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এছাড়া প্রতিদিন 3 জিবি এবং অতিরিক্ত 6 জিবি অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডে মোট 90 জিবি ডেটা উপভোগ করা যাবে। দৈনিক 3 জিবি ডেটা শেষ হয়ে গেলে উক্ত 6 জিবি ডেটা ব‍্যবহার করা যাবে।

349 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এই 349 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানের সমস্ত বেনিফিট 249 টাকা, 199 টাকা এবং 149 টাকা দামের প্ল‍্যানের মতোই। পার্থক্য শুধু দৈনিক ডেটার ক্ষেত্রে। এই প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায় অর্থাৎ 28 দিনে মোট 84 জিবি ডেটা উপভোগ করা যাবে।

আরও পড়ুন: ভারতে আসছে 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M12, লঞ্চের আগেই দেখে নিন ফুল ডিটেইলস

251 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এই 251 টাকা দামের প্ল‍্যানটি কোম্পানির ‘ওয়ার্ক ফ্রম হোম’ ক‍্যাটাগরির অন্তর্গত। এই প্ল‍্যানে 30 দিন ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 50 জিবি ডেটা পাওয়া যায়। উল্লেখ্য এই প্ল‍্যানে ডেটা ছাড়া অন্য কোনো বেনিফিট দেওয়া হয় না।

201 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এই প্ল‍্যানটিও ‘ওয়ার্ক ফ্রম হোম’ সেগমেন্টে লিস্টেড। এই প্ল‍্যানেও অন্য কোনো বেনিফিট পাওয়া যায় না, শুধুমাত্র 30 দিনের জন্য 40 জিবি ডেটা উপভোগ করা যায়।

আরও পড়ুন: Vodafone Idea এর নতুন ধামাকা, নিয়ে এল প্রতিদিন ফ্রি কলিং ও 3GB ডেটাওয়ালা তিনটি নতুন প্ল‍্যান

151 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এটি রিলায়েন্স জিওর তৃতীয় এবং অন্তিম ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্ল‍্যান। এই প্ল‍্যানটি রিচার্জ করে 30 দিন ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 30 জিবি ডেটা উপভোগ করা যায়। এছাড়া এই প্ল‍্যানে অন্য কোনো সুবিধা পাওয়া যায় না।

501 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এই 501 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি কোম্পানির একমাত্র ‘গ্লোবাল আইএসডি প‍্যাক’। এই প্ল‍্যানটি রিচার্জ করলে 28 দিন ভ‍্যালিডিটির জন্য 424.58 টাকা আইএসডি টকটাইম পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে অন‍্য কোনো বেনিফিট পাওয়া যায় না।

আরও পড়ুন: Breaking News: 17 মার্চ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A52 এবং Galaxy A72, জেনে নিন ডিটেইলস

129 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

এই প্ল‍্যানটি কোম্পানির ‘অ্যাফোর্ডেবল প‍্যাকস’ লিস্টের সবচেয়ে সস্তা প্ল‍্যান। 129 টাকা দামের এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে মোট 2 জিবি ডেটা ও 300টি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়া কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানে জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।

NOTE: উপরোক্ত সবকটি প্ল‍্যান রিলায়েন্স জিওর My Jio অ্যাপে লিস্টেড রয়েছে এবং পশ্চিমবঙ্গ সার্কেলে কার্যকর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here