Exclusive : 21 জানুয়ারি থেকে শুরু হবে Samsung Galaxy Note 10 Lite এর প্রিবুকিং, ফেব্রুয়ারিতে সেল

এই বছরের শুরুতে স‍্যামসাং লস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক শো (CES) এর মঞ্চে Samsung Galaxy Note 10 Lite ও Samsung Galaxy S10 Lite এর ঘোষণা করে দিয়েছিল। তখন থেকেই এই ফোনদুটির ভারতে লঞ্চ নিয়ে বিভিন্ন সমালোচনা হতে থাকে। এর কিছু দিনের মধ্যেই Samsung Galaxy S10 Lite ফোনটি ফ্লিপকার্টে লিস্টেড করে দেওয়া হয় এবং আগামী 23 জানুয়ারি থেকে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে যাবে। এবার আমাদের কাছে Samsung Galaxy Note 10 Lite সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য আছে। আমাদের পাওয়া খবর অনুযায়ী ভারতে আগামী 21 জানুয়ারি থেকে Samsung Galaxy Note 10 Lite এর প্রিবুকিং শুরু হবে এবং এই মাসের শেষের দিকে ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ফোনটির সেল শুরু হবে, তবে তার আগেই ফোনটির দাম ও অফার জানা যাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটির প্রিবুকিং অনলাইন ও অফলাইন প্ল‍্যাটফর্মে এক‌ই সঙ্গে শুরু হবে। আমরা এই খবর এমন এক সোর্সের থেকে জানতে পেরেছি যে বিগত কয়েক বছর ধরে স‍্যামসাঙের প্ল‍্যানিং ও স্ট্র‍্যাটেজি কমিটির সঙ্গে যুক্ত আছেন। এমনকি তিনিই আমাদের কোম্পানির স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইটের সেল সম্পর্কে জানিয়েছিলেন।

আরও পড়ুন: Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ

তিনি বলেছেন, “স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইট ফোনটি Samsung Galaxy Note 10 Lite এর আগে সেল করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইটের সেল শুরু হবে এবং এরপর মার্কেটে গ‍্যালাক্সি নোট 10 লাইট আসবে। এর মধ্যেই স্টোরে গ‍্যালাক্সি এ51 ও গ‍্যালাক্সি এ71 চলে আসবে। কোম্পানি চাইছে ভারতে গ‍্যালাক্সি এস11 যাকে গ‍্যালাক্সি এস20 বলেও ডাকা হচ্ছে সেই ফোনটি লঞ্চের আগেই এই ফোনগুলির সেল শুরু করতে।”

কিছু দিন আগে আমরা Samsung Galaxy Note 10 Lite ও গ‍্যালাক্সি এ51 এবং গ‍্যালাক্সি এ71 এর দাম জানিয়েছিলাম। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy Note 10 Lite এর প্রাথমিক মডেল অর্থাৎ 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 35,990 টাকা দামে সেল করা হবে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 39,990 টাকা দামে পেশ করা হবে। অন‍্যদিকে গ‍্যালাক্সি এ সিরিজের ফোনদুটি যথাক্রমে 22,990 টাকা এবং 29,990 টাকা দামে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 6 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এল Honor 9X, Realne-Xiaomi এর সামনে বড় প্রতিযোগিতা

Samsung Galaxy Note 10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy Note 10 Lite ফোনটি 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যা পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত। কোম্পানি এটিকে সিনেমেটিক ইনফিনিটি ডিসপ্লে নাম দিয়েছে। এই ফোনটি 10 এন‌এম আর্কিটেকচারযুক্ত এক্সিনস 9810 চিপসেটে রান করে। এই ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে এবং দুটি ভেরিয়েন্টেই 128 জিবি করে ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। Samsung Galaxy Note 10 Lite এ এন‌এফসি ও স‍্যামসাং পের মতো অপশন আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ডিভাইসে সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

স‍্যামসাং তাদের Samsung Galaxy Note 10 Lite ফোনটির ফোটোগ্ৰাফি সেগমেন্ট শুধুমাত্র সফটওয়্যারের দিক থেকে নয়, বরং লুকের দিক থেকেও একদম অন‍্যরকম বানিয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত পাঞ্চ হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Redmi K30 হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, লিস্টেড হল ভারতীয় সার্টিফিকেশন সাইটে

Samsung Galaxy S10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy S10 Lite ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে এবং কোম্পানি এতে এমোলেড প‍্যানেল ব‍্যবহার করেছে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে, যা কোম্পানি ইনফিনিটি ও ডিসপ্লে নামে পেশ করেছে।

Samsung Galaxy S10 Lite কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে এবং এতে 7 ন‍্যানোমিটার আর্কিটেকচারযুক্ত অক্টাকোর প্রসেসর পাওয়া যাবে। এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন: Samsung পেশ করল “গ‍্যালাক্সি এ” সিরিজের প্রোডাক্ট পেজ, ভারতে আসতে চলেছে Galaxy A51 এবং Galaxy A71 স্মার্টফোন

এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। এই সেন্সরটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজ করে এবং এতে ওআইএস পোর্ট‌ও দেওয়া হয়েছে। এছাড়া একটি 5 মেগাপিক্সেলের ও একটি 12 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S10 Lite এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Samsung Galaxy S20 

আগামী 11 ফেব্রুয়ারি নিউইয়র্কে Samsung Galaxy S20 সিরিজ লঞ্চ করা হবে এবং এখনও পর্যন্ত আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে Galaxy S20 Ultra, Galaxy S20 Plus, Galaxy S20 Plus 5G Galaxy S20 এই চারটি ফোন পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here