Redmi K30 হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, লিস্টেড হল ভারতীয় সার্টিফিকেশন সাইটে

Xiaomi গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে ব্র‍্যান্ডের 5জি স্মার্টফোন Redmi K30 ও Redmi K30 Pro করেছিল। এই ফোনদুটি চীনের মার্কেটে সেল করা হয়। Redmi K30 সিরিজ চীনে লঞ্চ হ‌ওয়ার আগেই ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড (BIS) এ লিস্টেড করা হয়েছিল। এখনও পর্যন্ত এই সিরিজের ফোন ভারতে লঞ্চ করা হয়নি। তবে বিআইএসে এই সিরিজের আরেকটি ডিভাইস লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে এই নতুন লিস্টেড হ‌ওয়া ফোনটি Redmi K30 এর 5জি ভার্সন যা খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy S20+ 5G এর রিয়েল ফোটো, 11 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত সিরিজ

ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডে এই ফোনটি M2001G7AI মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গত 9 জানুয়ারি এই লিস্টিং করা হয়েছে। ডিসেম্বরে বিআইএসে লিস্টেড হ‌ওয়া ফোনটি যেমন Redmi K30 এর 4জি ভেরিয়েন্ট মনে করা হচ্ছে তেমনই এই ফোনটি Redmi K30 এর 5জি ভেরিয়েন্ট হবে বলে মনে করা হচ্ছে। ভারতে এখনও পর্যন্ত অফিসিয়ালি 5জি পরিষেবার সূচনা হয়নি, এটি এখনও পর্যন্ত টেস্টিং স্টেজে আছে। কিন্তু শাওমি যদি এখনই ভারতে তাদের Redmi K30 5G ফোনটি লঞ্চ করে দেয় তবে এটি ভারতের প্রথম 5জি স্মার্টফোন হবে।

Redmi K30 5G 

Redmi K20 এর আপগ্ৰেডেড ভার্সন Redmi K30 তে কোম্পানি 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। Redmi K30 ফোনটি স্ন‍্যাপড্রাগন 765 5জি চিপসেটে রান করে। এই নতুন প্রসেসরটি 5জি সাপোর্ট করে। এছাড়া এই ফোনটি তিনটি র‍্যাম ও তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Realme UI, অ্যাডভান্স ফিচারের সঙ্গে আরও অসাধারণ হতে চলেছে রিয়েলমি ফোন, জেনে নিন কবে পাওয়া যাবে আপডেট

ফোটোগ্ৰাফির জন্য Redmi K30 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে  64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ অফ ফিল্ড আছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সরযুক্ত।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi K30 ফোনটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট  চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 60 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে। Redmi K30 ফোনটিতে কুইক চার্জ ও ইউএসবি পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে।

আরও পড়ুন: দাম কমল Samsung Galaxy A70 এবং Galaxy A50 এর, এখন পাওয়া যাবে 5,000 টাকা সস্তায়

Redmi K30 4G

Redmi K30 5G ফোনটির সঙ্গে Redmi K30 4G ফোনটির খুব বেশি তফাৎ নেই। পার্থক্য শুধুমাত্র ক‍্যামেরা ও সেট‌আপের দিক থেকে। Redmi K30 4G তে 64 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 27 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এছাড়া অন‍্যান‍্য স্পেসিফিকেশন পুরোপুরি এক। Redmi K30 সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here