Samsung Galaxy Note 10 এর দাম কমল 27,000 টাকা, ফোন কেনার সুবর্ণ সুযোগ

স‍্যামসাং কয়েক দিন আগেই উৎসবের মরশুমে তাদের বেশ কিছু ফোনের ওপর দুর্দান্ত অফারের ঘোষণা করেছিল। এবার কোম্পানি তাদের Samsung Galaxy Note 10 ফোনটির ওপর বেস্ট ডীল নিয়ে এসেছে। আমরা অফলাইন রিটেইল স্টোর থেকে খবর পেয়েছি স‍্যামসাং তাদের এই ফোনটির দাম 27,695 টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে ফোনটির দাম কমে মাত্র 45,000 টাকা হয়ে গেছে। যদিও এই নতুন দাম শুধুমাত্র অফলাইন বা রিটেইল স্টোরের ক্ষেত্রেই প্রযোজ্য। অনলাইন প্ল‍্যাটফর্মে ফোনটির দামে কিছু ডিসকাউন্ট দেওয়া হলেও বেনিফিট অফলাইনেই।

অনলাইন দাম

মনে করিয়ে দিই কোম্পানি তাদের Samsung Galaxy Note 10 ফোনটি 69,999 টাকা দামে লঞ্চ করেছিল। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি এখনও 57,100 টাকা দামে সেল করা হচ্ছে। অন‍্যদিকে আমাজন ইন্ডিয়াতে ফোনটির দাম লেখা আছে 73,600 টাকা। আমাদের অফলাইন রিটেইল সোর্সের বক্তব্য অনুযায়ী কোম্পানি ফোনটির সবকটি কালার ভেরিয়েন্টের দাম কমিয়েছে। ফোনটি 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়।
 স্পেসিফিকেশন

Samsung Galaxy Note 10 এ 2280 X 1080 রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 401 পিপিআই এবং এটিআছে। HDR10+ সাপোর্ট করে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। Galaxy Note 10 এর ডায়মেনশন 71.8 x 151.0 x 7.9 এম‌এম ও ওজন 168 গ্ৰাম। এছাড়া Galaxy Note 10 এর সঙ্গে দেওয়া S Pen এর ওজন মাত্র 3.04 গ্ৰাম।

Samsung Galaxy Note 10 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 9825 চিপসেটে রান করে। Samsung Galaxy Note 10 ফোনটি 4G LTE এর সঙ্গেই 5G সাপোর্ট করে। তবে এক‌ই মডেলে এই দুই ধরনের কানেক্টিভিটি পাওয়া যাবে না। এক‌ইভাবে এই ফোনে ব্লুটুথ 5, এন‌এফসি, জিপিএস ও ওয়াইফাইয়ের সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy Note 10 এ 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy Note 10 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/1.5 – এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here