কাল ভারতে লঞ্চ হবে Xiaomi Mi 10i 5G স্মার্টফোন, জেনে নিন কিভাবে লাইভ দেখবেন এবং এই ফোনের বিশেষত্ব

শাওমি আগামীকাল ভারতে তাদের প্রোডাক্টের লিস্ট আরও বড় করার জন্য একটি নতুন স্মার্টফোন Xiaomi Mi 10i 5G লঞ্চ করবে। কোম্পানি টেক মঞ্চে গত সেপ্টেম্বর মাসে ‘মি 10’ সিরিজের Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro ও Xiaomi Mi 10T Lite লঞ্চ করেছিল। Xiaomi Mi 10i 5G ফোনটির মধ্য দিয়ে কোম্পানি ভারতে এই সিরিজের পরিধি আরও বড় করতে চলেছে। ফোনটি লঞ্চের আগেই কোম্পানি Xiaomi Mi 10i 5G এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে বলেছে এই ফোনটি একটি শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে।

আরও পড়ুন: শেষ হচ্ছে Poco F2 এর অপেক্ষা, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

প্রথমেই জানিয়ে রাখি কোম্পানি তাদের Xiaomi Mi 10i 5G ফোনটি অনলাইনে লঞ্চ করবে। এই ইভেন্ট আগামীকাল অর্থাৎ 5 জানুয়ারি দুপুর 12টার সময় শুরু হবে। এই লঞ্চ ইভেন্ট লাইভ ব্রডকাস্ট করা হবে এবং সেটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শাওমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে দেখা যাবে। শপিং সাইট আমাজনে Xiaomi Mi 10i 5G এর প্রোডাক্ট পেজ তৈরি করে দেওয়া হয়েছে এবং কোম্পানির ফ‍্যানরা এই পেজেও ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন।

Xiaomi Mi 10i 5G

কোম্পানি ইন্টারনেটে Xiaomi Mi 10i 5G এর ব‍্যাক প‍্যানেলের ফোটো শেয়ার করেছে কিন্তু এখনও পর্যন্ত ফোনটির ফ্রন্ট প‍্যানেল এখনও পর্যন্ত দেখানো হয়নি। তাই ফোনের ডিসপ্লে সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, তবে আশা করা হচ্ছে ফোনটি ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির Atlantic Blue ও Pacific Sunrise কালার ইতিমধ্যে সামনে এসে গেছে।

আরও পড়ুন: বড় ব‍্যাটারীর সঙ্গে আগামী সপ্তাহে লঞ্চ হবে Samsung Galaxy M সিরিজের শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন বিশেষত্ব

Xiaomi Mi 10i 5G এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর রিঙের মধ্যে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে দুটি সেন্সর ওপরের দিকে এবং দুটি নিচের দিকে অবস্থিত। সেট‌আপের বাইরে ডানদিকে ফ্ল‍্যাশ লাইট আছে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই এবং নিচের দিকে Mi লোগোর সঙ্গে 5G লেখা আছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

কোম্পানি জানিয়েছে Xiaomi Mi 10i 5G ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেটে রান করবে এবং এতে কর্টেক্স এ-77 জিপিইউ দেওয়া হবে। জানিয়ে রাখি এটি একটি 5জি চিপসেট অর্থাৎ এই ফোনে 5জি কানেক্টিভিটি থাকবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে Xiaomi Mi 10i 5G তে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে। ফোনটির অন‍্যান‍্য স্পেসিফিকেশন ও দাম আগামীকাল ফোন লঞ্চ হ‌ওয়ার পরেই জানিয়ে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here