লঞ্চ হল Samsung Galaxy Note 10 Lite, জেনে নিন ফোনটির দুর্দান্ত স্পেসিফিকেশন, প্রতিযোগিতার মুখে OnePlus

বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল Samsung জানুয়ারি মাসে Samsung Galaxy Note 10 Lite ও Galaxy S10 Lite নামে দুটি স্মার্টফোন লঞ্চ করবে। বিভিন্ন লিকে এই দুটি স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছিল। এবার সমস্ত লিক ও উড়ো খবরে পুরোপুরি ভাবে সমাপ্তি ঘটিয়ে কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Note 10 Lite ও Galaxy S10 Lite লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটি আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য দেশেও সেলের জন্য পেশ করে দেওয়া হবে। কোম্পানি Samsung Galaxy Note 10 Lite এর সঙ্গে তাদের “এস” সিরিজের আরেকটি সস্তা এবং অসাধারণ ডিভাইস পেশ করেছে।

আরও পড়ুন: 1 মার্চ থেকে কমে যাবে টিভি দেখার খরচা, সরকারের পক্ষ থেকে নতুন বছরের উপহার

লুক ও ডিজাইন

Samsung Galaxy Note 10 Lite ফোনটি কোম্পানির পক্ষ থেকে ফুল ভিউ বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির তিনদিক এজের সঙ্গে সম্পূর্ণভাবে সাটানো এবং নিচের দিকে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে একদম মাঝামাঝি পাঞ্চ হোল দেওয়া হয়েছে, এই ছিদ্রের মধ্যেই সেলফি ক‍্যামেরা অবস্থিত। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে যা ওপরের বাঁদিকে অবস্থিত। স‍্যামসাং তাদের এই ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ বর্গাকার শেপে তৈরি করেছে। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে স্পীকার গ্ৰিল, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও “এস” পেন ডক দেওয়া হয়েছে।

ক‍্যামেরা সেগমেন্ট

স‍্যামসাং তাদের Samsung Galaxy Note 10 Lite ফোনটির ফোটোগ্ৰাফি সেগমেন্ট শুধুমাত্র সফটওয়্যারের দিক থেকে নয়, বরং লুকের দিক থেকেও একদম অন‍্যরকম বানিয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কয়ার শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে অবস্থিত পাঞ্চ হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Note 10 Lite ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। স‍্যামসাং এই ডিসপ্লেটি সিনেমেটিক ইনফিনিটি ডিসপ্লে নামে পেশ করেছে। Samsung Galaxy Note 10 Lite তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে যা অত্যন্ত ফাস্ট ফোনটি আনলক করতে সক্ষম। Samsung Galaxy Note 10 Lite ফোনটি স‍্যামসাং 2.0 ইউআইযুক্ত অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাঙের 10 এন‌এম টেকনিকে তৈরি এক্সিনস 9810 চিপসেটে রান করে।

গ্লোবাল মার্কেটে Samsung Galaxy Note 10 Lite ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। Samsung Galaxy Note 10 Lite ফোনটি এন‌এফসি ও স‍্যামসাং পের মতো ফিচারযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও গ‍্যালাক্সি নোট 10 সিরিজের অন‍্যান‍্য ফোনের মতো অ্যাডভান্স এস পেনের সঙ্গে Aura Glow, Black ও Aura Red কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here