48 মেগাপিক্সেল ক‍্যামেরা, 4,500 এম‌এএইচের ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে চলে এল Vivo S1 Pro, দাম 19,900 টাকা

টেক কোম্পানি Vivo কিছু দিন আগে ফিলিপিন্সে তাদের নতুন স্মার্টফোন Vivo S1 Pro লঞ্চ করেছিল, যা এবার ভারতীয় মার্কেটে পেশ করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি পেশ করে দেওয়া Vivo S1 Pro তে ডায়মন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের মধ্যে চারটি রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি মিস্টিক ব্ল‍্যাক, জেজি ব্লু এবং ড্রীমি হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 6 জানুয়ারি লঞ্চ হবে Realme 5i, জানা গেল দাম

দাম ও সেল অফার

কোম্পানির পক্ষ থেকে Vivo S1 Pro ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 19,900 টাকা। গতকাল অর্থাৎ 4 জানুয়ারি থেকে এই ফোনটি অনলাইন ও অফলাইন প্ল‍্যাটফর্মে সেলের জন্য পেশ করা হয়েছে। ফোনটি অফলাইন স্টোর থেকে কেনার সময় ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে, এই ফোনের সঙ্গে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। অফলাইন ছাড়া অনলাইন প্ল‍্যাটফর্ম থেকে যদি এই ফোনটি 31 জানুয়ারির আগে পর্যন্ত কিনলেও ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। এছাড়াও ICICI ব‍্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10 শতাংশ ক‍্যাশব‍্যাক, নো কস্ট ইএম‌আই ও 31 জানুয়ারি পর্যন্ত রিলায়েন্স জিওর পক্ষ থেকে 12,000 টাকার বেনিফিট পাওয়া যাবে।

ডিজাইন

Vivo S1 Pro ফোনটি বেজল লেস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে রাউন্ড এজ কর্নার ব‍্যবহার করা হয়েছে। এছাড়া নিচের দিকে একটু চ‌ওড়া বডি পার্ট আছে। Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত এবং ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে Vivo এর লোগো আছে।

আরও পড়ুন: সেলের জন্য চলে এল Realme X2 Pro এর সবচেয়ে সস্তা 6 জিবি র‍্যাম‌ওয়ালা ভেরিয়েন্ট, জেনে নিন দাম

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Vivo S1 Pro এর ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও আরও একটি 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo S1 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

আরও পড়ুন: 8 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 16 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO F15

আরও পড়ুন: এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, এফ‌এম রেডিও ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Vivo S1 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের অন‍্য কোনো র‍্যাম বা স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে ভবিষ্যতে এই ফোনের কম র‍্যাম ভেরিয়েন্ট পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here