12 জিবি র‍্যাম, ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 1 টিবি ইন্টারনাল মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস

দীর্ঘ সমালোচনার পর শেষ পর্যন্ত স‍্যামসাং তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন গ‍্যালাক্সি এস10 এর ওপর থেকে পর্দা সরিয়ে নিল। কোম্পানি আমেরিকার সান ফ্রান্সিসকোয় আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে এই ফোনগুলি পেশ করেছে। সবচেয়ে বড় কথা এতদিন গ‍্যালাক্সি এস সিরিজে একটি বা দুটি ফোন লঞ্চ হলেও এবার কোম্পানি এক সঙ্গে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে। স‍্যামসাং এক সঙ্গে গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10 প্লাস, গ‍্যালাক্সি এস10ই ও গ‍্যালাক্সি এস10 5জি লঞ্চ করেছে। এর সবচেয়ে বেশি মুখরিত গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস যা অত্যন্ত শক্তিশালী। কোম্পানি এই প্রথম 12 জিবি র‍্যামের সঙ্গে কোনো ফোন পেশ করল। এর সঙ্গে বড় মেমরি ও অসাধারণ ক‍্যামেরাও আছে।

8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই, এতে আছে দুর্দান্ত প্রসেসর

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সিরিজের ফোন লঞ্চের সময় স‍্যামসাঙের প্রোডাক্ট ডাইরেক্টর সুজান ডি সিলভা বলেছেন, “স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্লাসের সঙ্গে আমরা বিশ্বের প্রথম ইনফিনিটি ও ডিসপ্লেওয়ালা ফোন লঞ্চ করছি যা সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে আসে এবং এইচডিআর10 সাপোর্ট করে। এবং এটি বিশ্বের প্রথম ফোন যার মধ্যে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ব‍্যবহার করা হয়েছে।”

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের ডিজাইন
স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস আগে লঞ্চ হ‌ওয়া নোট সিরিজের মতো গ্লাস ব‍্যাক প‍্যানেলের সঙ্গে পেশ করা হয়েছে কিন্তু পুরোনো ফোনের থেকে একটু বড়। দুটি ফোন কোম্পানির পক্ষ থেকে হরাইজন্টাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। সঙ্গে ফ্ল‍্যাশ লাইট‌ও আছে। গ‍্যালাক্সি এস10 প্লাসের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরে ডানদিকে দুটি ছোট ছেদ দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি এস10 এ সিঙ্গেল ক‍্যামেরা সেন্সর পাওয়া যাবে। কোম্পানি পাঞ্চ হোল স্টাইলে সেলফি ক‍্যামেরা দিয়েছে। এর আগে চীনে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস পেশ করেছিল যা বিশ্বের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। একে কোম্পানি ইনফিনিটি হোলের নাম দিয়েছে।

লঞ্চ হল স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন, এতে আছে 5জি সাপোর্ট, 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস আইপি68 সার্টিফাইড যা দেড় মিটার জলের নিচে প্রায় 30 মিনিট পর্যন্ত থেকেও আগের মতোই পারফরম্যান্স দেবে। এর সঙ্গে এই ডিভাইসটি ধূলো প্রতিরোধক‌ও।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের ডিসপ্লে
নামের সঙ্গে তাল মিলিয়ে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্লাসের স্ক্রিন আকারে একটু বেশি বড়। কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.1 ইঞ্চির কার্ভড ডায়নামিক সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্লাসে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.4 ইঞ্চির কার্ভড ডায়নামিক সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। দুটি ফোনে কোয়াড এইচডি+ (1440 × 3040 পিক্সেল রেজলিউশন) সাপোর্ট করে এবং এটি বেজল লেস।

এতে এইচডিআর10 ও অলবেজ অন ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানি এতে প্রটেকশনের জন্য গোরিলা গ্লাস 6 দেওয়া হয়েছে যা কর্নিঙের সবচেয়ে নতুন প্রটেকশন টেকনিক।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের র‍্যাম ও প্রসেসর
স‍্যামসাং সব সময়েই তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনে কোয়ালকম ও এক্সনসের চিপসেট ব‍্যবহার করে। ইউএসে এই ফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে তবে ভারতসহ অন‍্যান‍্য দেশে এক্সনস 9820 চিপসেটসহ পেশ করা হবে। এতে 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর (2×2.7 গিগাহার্টস মনগুজ এম4 + 2×2.3 গিগাহার্টস কর্টেক্স এ75 ও 4×1.9 গিগাহার্টস কর্টেক্স এ55) প্রসেসর দেখা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এ 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 128 জিবি ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনে মেমরি কার্ড ব‍্যবহার করে মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্লাসে 8 জিবি ও 12 জিবি র‍্যাম দেওয়া হবে। কোম্পানি এতে 128 জিবি, 512 জিবি ও 1 টিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মেমরিযুক্ত এর সঙ্গে এতে 512 জিবি পর্যন্ত মেমরি সাপোর্ট দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের ক‍্যামেরা
স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এবং গ‍্যালাক্সি এস10 প্লাসে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এর মেইন ক‍্যামেরা সেন্সরটি ভেরিয়েবল অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের। এই সেন্সরটি এফ/1.5 অ্যাপার্চার থেকে এফ/2.4 অ্যাপার্চার পর্যন্ত সাপোর্ট করে। এতে ওয়াইড অ্যাঙ্গেলের সঙ্গে অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফিচার এর আগে এস9 প্লাস ও নোট 9 এ দেখা গেছে। সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের। এই সেন্সরটি টেলিফোটো লেন্স। এবং তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চার সাপোর্টেড 16 মেগাপিক্সেলের। ফোনে 2এক্স অপ্টিক‍্যাল জুম ও 10এক্স ডিজিটাল জুম আছে।

গ‍্যালাক্সি এস10 এ এফ/1.9 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক‍্যামেরা আছে। তবে গ‍্যালাক্সি এস10 প্লাসে 10 মেগাপিক্সেল (এফ/1.9 অ্যাপার্চার) + 8 মেগাপিক্সেল (এফ/2.2 অ্যাপার্চার) যুক্ত ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর দ্বিতীয় সেন্সরটি আরজিবি যা ডেপ্থ সেন্সিঙের কাজ করে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের ওএস
স‍্যামসাঙের এই দুটি ফোন‌ই অ্য্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইযুক্ত যা কোম্পানির নতুন ওয়ান ইউআইতে কাজ করে। এটি আপাতত এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন ওএস।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের কানেক্টিভিটি অপশন
এই দুটি ফোনেই ডুয়েল সিম সাপোর্ট করে। এর সঙ্গে 4জি ভোএলটিই, ব্লুটুথ ও ওয়াইফাই দেওয়া হয়েছে। এই ফোনটির সঙ্গে কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সূচনা করেছে। এছাড়া এতে ফেস ডিটেকশন ফিচার‌ও আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এ 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে গ‍্যালাক্সি এস10 প্লাসে 4,100 এম‌এএইচের বড় ব‍্যাটারী পাওয়া যাবে। কোম্পানি এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড ইউএসবি টাইপ সি পোর্ট দিয়েছে। এছাড়া এতে ওয়ারলেস চার্জিং ফিচার আছে।

ভারতে সেল
6 মার্চ ফোনদুটি ভারতে লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা ভারতে 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টসহ সবকটি মডেল‌ই পেশ করা হবে। ভারতে ফোনদুটি 50 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা দামে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here