ভারতে লঞ্চ হল Samsung এর শক্তিশালী Galaxy S20 FE, প্রতিযোগিতার মুখে OnePlus

স‍্যামসাং গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর জন্য নতুন স্মার্টফোন Samsung Galaxy S20 Fan Edition লঞ্চ করেছে। Samsung Galaxy S20 FE ফোনটি কোম্পানির ‘গ‍্যালাক্সি এস20’ সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হ‌ওয়ার পাশাপাশি লুক ও ডিজাইনের দিক থেকে থেকেও যথেষ্ট স্পেশাল। আজ কোম্পানির এই সুন্দর ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: POCO এর বাজিমাত, মাত্র 7499 টাকা দামে লঞ্চ হল 5000mAh ব‍্যাটারীযুক্ত ব্র‍্যান্ডের সবচেয়ে সস্তা স্মার্টফোন POCO C3

Samsung Galaxy S20 FE ফোনটি অত‍্যন্ত আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে যা সুন্দর কালারের সঙ্গে প্রিমিয়াম লুক দেয়। দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত এই হাইএন্ড ফোনটি কোম্পানির ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 49,999 টাকা। আগামী 9 অক্টোবর থেকে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে যাবে এবং এতে কোম্পানির পক্ষ থেকে 8,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বেনিফিট‌ও পাওয়া যাবে। এই দামে ফ্ল‍্যাগশিপ লঞ্চ করাটা মাঝখান থেকে OnePlus এর জন্য চাপের কারণ হতে পারে।

Samsung Galaxy S20 FE

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেটে ভিজুয়াল দিতে সক্ষম।

আরও পড়ুন: LG আনছে কোয়াড ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত K92 5G, লিক হল রেন্ডার

Samsung Galaxy S20 FE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। এক‌ইভাবে এই ফোনে প্রসেসিঙের জন্য 2.73 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 990 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক‍্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল ক‍্যামেরা সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 12GB RAM ও 6000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Asus ROG Phone 3

এই ফোনটিকে জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য এটি আইপি68 সার্টিফাইড করা হয়েছে। সিকিউরিটির জন্য কোম্পানি Samsung Galaxy S20 FE তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও ফেস আনলক ফিচার যোগ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে ফোনটি Cloud Navy, Cloud Lavender, Cloud Mint, Cloud Red ও Cloud White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here