16 জিবি র‍্যাম, 108 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra 5G

স‍্যামসাং আগামী 11 ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে “Galaxy UNPACKED” নামে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চে কোম্পানির নতুন ফোল্ডেবল ফোনের সঙ্গে “গ‍্যালাক্সি এস” সিরিজের আগামী স্মার্টফোন‌ও লঞ্চ করা হবে। এই সিরিজে Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 5G এবং Samsung Galaxy S20+ 5G লঞ্চ করা হবে। এবার একটি নতুন লিক থেকে Samsung Galaxy S20 Ultra 5G এর স্পেসিফিকেশন জানা গেছে। এই স্পেসিফিকেশন দেখে কোনো দ্বিধা ছাড়াই স্বীকার করে নেওয়া যায় স‍্যামসাং এবার তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন পেশ করতে চলেছে।

আরও পড়ুন: 24 ঘন্টায় Xiaomi এর রেকর্ড, ভারতে শুধুমাত্র অফলাইন মার্কেটে সেল হল 10 লক্ষ ফোন

Samsung Galaxy S20 Ultra 5G

লিক থেকে জানা গেছে Samsung Galaxy S20 Ultra 5G দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনটির একটি ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম দেওয়া হবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 16 জিবি র‍্যাম থাকবে বলে জানা গেছে। আরও জানা গেছে, ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। Samsung Galaxy S20 Ultra 5G এর বেস ভেরিয়েন্টে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 256 জিবি এবং তৃতীয় ভেরিয়েন্টে 512 জিবি মেমরি দেওয়া হবে।

লিক থেকে আরও জানা গেছে Samsung Galaxy S20 Ultra 5G এর সবকটি ভেরিয়েন্টের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy S20 Ultra 5G তে টিওএফ সেন্সরের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। এর সঙ্গে 10× অপ্টিক‍্যাল জুম সাপোর্টেড 48 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়ার কথা লিক থেকে জানা গেছে।

আরও পড়ুন: Tiktok এর কামাল, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ডাউনলোডেড অ্যাপ

লিক অনুযায়ী কোম্পানি তাদের Samsung Galaxy S20 Ultra 5G তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের বড় ব‍্যাটারী যোগ করবে। লিকে বলা হয়েছে এই ফোনের ব‍্যাটারী মাত্র 74 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। টিপস্টার আরও জানিয়েছেন Samsung Galaxy S20 Ultra 5G এর তিনটি মডেলে ই-সিম‌ও সাপোর্ট করবে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানা যাবে বলে মনে করা হচ্ছে।

কেমন হবে লুক?

এক্সটিএস ডেভেলপার্স তাদের এক্সক্লুসিভ রিপোর্টে Samsung Galaxy S20+ 5G শেয়ার করেছে। এই ফোনটি ফুল ভিউ বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে যার স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর ছোট একটি ছিদ্র দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ধরনের ডিসপ্লেকে Infinity-O Display নামে ডাকে। ফোটোয় Samsung Galaxy S20+ সম্পূর্ণভাবে বেদল লেস দেখানো হয়েছে যার ডিসপ্লের চারদিকে অত্যন্ত সরু বডি পার্ট আছে।

আরও পড়ুন: 6 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এল Honor 9X, Realne-Xiaomi এর সামনে বড় প্রতিযোগিতা

Samsung Galaxy S20+ 5G এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে পেন্টা ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে একটি ভার্টিক‍্যাল লাইনে তিনটি ক‍্যামেরা সেন্সর এবং আরেকটি ভার্টিক‍্যাল লাইনে দুটি সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Samsung Galaxy S20+ এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি যার থেকে বোঝা যায় এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Samsung Galaxy S20+ 5G এর ফোটোয় ফোনটির অন ডিসপ্লে দেখানো হয়েছে যেখানে Samsung Galaxy S20+ 5G এবং Powered by Android লেখা দেখা গেছে। ফোনটির বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের সাইড প‍্যানেলে বিক্সবে বাটন দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে Samsung তাদের Galaxy S20 সিরিজে বিক্সবে বাটন দেবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here