24 ঘন্টায় Xiaomi এর রেকর্ড, ভারতে শুধুমাত্র অফলাইন মার্কেটে সেল হল 10 লক্ষ ফোন

চীনের টেক কোম্পানি শাওমি ভারতের অনলাইন মার্কেটে নিজের উল্লেখযোগ্য স্থান গড়ে নেওয়ার পর এবার দেশের অফলাইন স্মার্টফোন মার্কেটেও নাম কামাচ্ছে। কোম্পানি ভারতের অফলাইন মার্কেটে একটি নতুন রেকর্ড গড়েছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে তারা ভারতের অফলাইন মার্কেটে 10 লক্ষের‌ও বেশি স্মার্টফোন বেচে রেকর্ড গড়েছে। কোম্পানির কথা অনুযায়ী দেশের অনলাইন প্ল‍্যাটফর্মে নিজের অস্তিত্ব গড়ে তোলার পর গত 10 জানুয়ারি অফলাইন মার্কেটে 10 লক্ষের‌ও বেশি শাওমি স্মার্টফোন ইউনিট সেল হয়েছে।

আরও পড়ুন: 6 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এল Honor 9X, Realne-Xiaomi এর সামনে বড় প্রতিযোগিতা

কোম্পানি গত মঙ্গলবার অফিসিয়ালি এই কথা জানিয়েছে। অফলাইন মার্কেটে কোম্পানির সেল প্রতি বছর আগের বছরের তুলনায় 70 শতাংশ করে বেড়েছে। আবার বিভিন্ন উৎসবের মরশুমে এক মাসের তুলনায় অন্য মাসে 50 শতাংশ পর্যন্ত অতিরিক্ত সেল লক্ষ্য করা গেছে। সবচেয়ে বড় কথা কোম্পানির অফলাইন টিভি বিজনেস‌ও গত বছর 400 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শাওমি ইন্ডিয়ার হেড অফলাইন অপারেশন সুনীলের কথা অনুযায়ী শাওমি 2017 সালের প্রথম কোয়ার্টারে তাদের অফলাইন এক্সপেনশন শুরু করেছিল এবং এই বছর কোম্পানি তাদের অ্যানিভার্সারিতে কিছু স্পেশাল করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন: Redmi K30 হতে পারে ভারতের প্রথম 5G স্মার্টফোন, লিস্টেড হল ভারতীয় সার্টিফিকেশন সাইটে

জানিয়ে রাখি এই চাইনিজ কোম্পানি গত পাঁচ বছরে মার্কেটে দুর্দান্ত গ্ৰোথ করেছে। ভারতে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার নিজের দখলে রাখা এই কোম্পানির কাছে বর্তমানে 2,500 টির‌ও বেশি Mi Store, 75 টির চেয়েও বেশি Mi Home এবং 20টির‌ও বেশি Mi Studio আছে। শুধুমাত্র এটুকুই নয়, কোম্পানির কাছে 7,000 এর‌ও বেশি পার্টনার স্টোর আছে, যা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোম্পানির পক্ষ থেকে ব্র‍্যান্ডের প্রথম এক্সক্লুসিভ রিটেইল স্টোর Mi Home টি 2017 সালের 10 মে লঞ্চ করা হয়েছিল এবং মাত্র 12 ঘন্টার সেলে এটি 5 কোটির‌ও বেশি রেভিনিউ করেছিল।

প্রসঙ্গত জানিয়ে রাখি কয়েক দিন আগে একটি লিকের মাধ্যমে Poco F2 এর ট্রেডমার্ক দেখা গিয়েছিল। এক টিপস্টার তাঁর টুইটে Poco F2 এর ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ডকুমেন্ট শেয়ার করেছিলেন। এই ট্রেডমার্কটি Xiaomi এর পক্ষ থেকে জমা করা হয়েছিল এবং এতে স্পষ্ট ভাবে Poco F2 এর উল্লেখ আছে। শেয়ার করা ডকুমেন্টের একটি ফাইল ইংরেজিতে এবং দ্বিতীয়টি চীনা ভাষায় লেখা।

আরও পড়ুন: Samsung পেশ করল “গ‍্যালাক্সি এ” সিরিজের প্রোডাক্ট পেজ, ভারতে আসতে চলেছে Galaxy A51 এবং Galaxy A71 স্মার্টফোন

আপাতত ট্রেডমার্ক থেকে Poco F2 ফোনটির কোনো স্পেসিফিকেশন বা লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু এই ডকুমেন্ট সামনে চলে আসায় খুব পরিস্কার ভাবে বোঝা যাচ্ছে Xiaomi Pocophone এর পক্ষ থেকে নিশ্চিতরূপে Poco F2 লঞ্চ করা হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানির পক্ষ থেকেও এই ফোনটি সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here